menu-iconlogo
huatong
huatong
avatar

Paliye Jabo I Shorgohara

Pritom/Mashahuatong
♥️🪂ᑎনঈমᗰ🇧🇩huatong
Lyrics
Recordings
Paliye Jabo - Pritom & Masha

Arranged By Md Nayeem

----(5 Sec)----

(M)জানি না, কার কথা শুনে

তুমি চলে গেলে

বিদায় দেয়ার সময়টুকু ছিন্ন করে

আমিও, একই অভিমানে

হয়ে গেছি চুপ

শুধু তোমার মুখের হাসি ভালোবেসে...

নেই আর সুযোগ তোমার

আমাকে নতুন করে পাবার

তুমি তো বলেছিলে

"সময়ের আগে যে হারিয়ে যায় সে দামি"

পালিয়ে যাবো আলোর গতিতে

খুঁজে পাবে না কেউ আমাকে

আমি ফিরবো না আর

তোমার এই শহরে

সেই হৃদয়হীনার ভিড়ে

কত স্মৃতি তোমায় নিয়ে

তাই ফিরবো না আর

তোমার এই শহরে...

(F)কী নিয়ে? বলো, কী নিয়ে

তুমি ডুবে ছিলে

দ্বিপ্রহরের কোলাহলের মাঝেও একাই

আমি তাই, তোমার কথা ভেবে

মেনেছি আমারই ভুল

শত শোকের বিষণ্ণতায় ভেসে বেড়াই

(M)নেই আর সুযোগ কারো

ভাঙবে আমাকে আবারও

তুমি তো বলেছিলে

"সময়ের আগে যে হারিয়ে যায় সে দামি"

(Chorus)পালিয়ে যাবো আলোর গতিতে

খুঁজে পাবে না কেউ আমাদের (পাবে না কেউ আমাদের)

আমি ফিরবো না আর

তোমার এই শহরে

সেই হৃদয়হীনার ভিড়ে (হৃদয়হীনার ভিড়ে)

কত স্মৃতি তোমায় নিয়ে (স্মৃতি তোমায় নিয়ে)

তাই ফিরবো না আর

তোমার এই শহরে

(M)পালিয়ে যাবো আলোর গতিতে

পালিয়ে যাবো আলোর গতিতে

না খুঁজে আর পাবে না কেউ আমাদের

আমাদের

---END---

More From Pritom/Masha

See alllogo

You May Like