Classical Voice Of
Song:ও রুপসি কন্যারে.......
Singer:Promit.
ও রুপসি কন্যারে দেখনা পিছন ফিরে রে
ও রুপসি কন্যারে দেখনা পিছন ফিরে রে
তোর লাইগা বানাইয়াছি অন্তরেতে ঘড়।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
ও রুপসি কন্যারে দেখনা পিছন ফিরে রে
তোর লাইগা বানাইয়াছি অন্তরেতে ঘড়।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
রাখবো তোকে জতন করে হৃদয় ও গভীরে
প্রেম জোয়ারে বেসে বেসে গাইবো শুরে শুরে
Follow...... me
রাখবো তোকে জতন করে হৃদয় ও গভীরে
প্রেম জোয়ারে বেসে বেসে গাইবো শুরে শুরে
ভালোবাসর কন্যারে থাইকো না আর দুরে রে
ভালোবাসর কন্যারে থাইকো না আর দুরে রে
তোর লাইগা বানাইয়াছি অন্তরেতে ঘড়।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
Follow....... Me........
আমার songbook থেকে ঘড়ে আসুন হতে
পারে আপনার পছন্দের গানটি আমার
Songbook আপলোড করে রেখেছি।।
আকাশ সমান সপ্ন আমি দেখি তোরে নিয়ে
জন্ম আমার পুরনো করো ভালোবাসা দিয়ে
আকাশ সমান সপ্ন আমি দেখি তোরে নিয়ে
জন্ম আমার পুরনো করো ভালোবাসা দিয়ে
চোখ মেরেছে কন্যারে মনটা পাগল করে রে
চোখ মেরেছে কন্যারে মনটা পাগল করে রে
তোর লাইগা বানাইয়াছি অন্তরেতে ঘড়।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
ও রুপসি কন্যারে দেখনা পিছন ফিরে রে
তোর লাইগা বানাইয়াছি অন্তরেতে ঘড়।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।
সেই ঘড়ে থাকবো দুজন সারা জীবন ভর।