menu-iconlogo
huatong
huatong
avatar

মানে না মন ভাবে অকারণ।

PUJAhuatong
munkygrl13huatong
Lyrics
Recordings
Song: Mane Na Mon V 2

Singer: Imran Puja

Arranged: Monjur Ahmed

M জীবনে....

কি আছে আর তুমি ছাড়া

যাও যদি দুরে

হয়ে যাই দিশেহারা

F যাবনা.....

কথা দিলাম তোমায় ছুঁয়ে

সারাদিন সারাক্ষণ

পাশে রবো ছায়া হয়ে

M হো.. মানে না মন

ভাবে অকারণ

দূরে গেলে বারে জালা

লাগে যে ভয় যদি কিছু হয়

থেমে যায় পথচলা

F মানে না মন ভাবে অকারণ

দুরে গেলে বারে জালা

লাগে যে ভয় যদি কিছু হয়

থেমে যায় পথচলা।

Track By

নতুন নতুন HD,VC গান পেতে হলে

আমাকে ফলো দিয়ে এক্টিভ থাকুন

M রোজ হয় দেখা তবু লাগে একা

মন চায় আরো কাছে যাই

ভাবনার নদী ছুটে নিরবধি

তুমি আছো হৃদয়ে তাই

F রোজ হয় দেখা তবু লাগে একা

মন চায় আরো কাছে যাই

ভাবনার নদী ছুটে নিরবধি

তুমি আছো হৃদয়ে তাই

M জীবনে....

কি আছে আর তুমি ছাড়া

যাও যদি দুরে

হয়ে যাই দিশেহারা

হো.. মানে না মন ভাবে অকারণ

দুরে গেলে বারে জালা

লাগে যে ভয় যদি কিছু হয়

থেমে যায় পথচলা

F মানে না মন ভাবে অকারণ

দুরে গেলে বারে জালা

লাগে যে ভয় যদি কিছু হয়

থেমে যায় পথচলা

Track By

নতুন নতুন HD,VC গান পেতে হলে

আমাকে ফলো দিয়ে এক্টিভ থাকুন

F ঘুমো নেই চোখে

থাকি রাত জেগে

আধারে তোমায় দেখতে পাই

M খুব কাছাকাছি

তুমি আমি আছি

তার পরও কি যেন নাই

F ঘুমো নেই চোখে

থাকি রাত জেগে

আধারে তোমায় দেখতে পাই

M খুব কাছাকাছি

তুমি আমি আছি

তার পরও কি যেন নাই

জীবনে....

কি আছে আর তুমি ছাড়া

যাও যদি দুরে

হয়ে যাই দিশেহারা

F হো..মানে না মন

ভাবে অকারণ

দুরে গেলে বারে জালা

লাগে যে ভয় যদি কিছু হয়

থেমে যায় পথচলা

M হো.. মানে না মন

ভাবে অকারণ

দুরে গেলে বারে জালা

লাগে যে ভয় যদি কিছু হয়

থেমে যায় পথচলা

প্লীজ! গানের শেষে লাইক দিন।

More From PUJA

See alllogo

You May Like