menu-iconlogo
huatong
huatong
rabindra-sangeet-amaro-porano-jaha-chay-cover-image

Amaro Porano Jaha Chay

Rabindra Sangeethuatong
softilehuatong
Lyrics
Recordings
আমার পরান যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমার পরান যাহা চায়..

তোমা ছাড়া আর এ জগতে মোর

কেহ নাই, কিছু নাই গো

আমার পরান যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমার পরান যাহা চায়

তুমি সুখ যদি নাহি পাও,

যাও সুখের সন্ধানে যাও–

তুমি সুখ যদি নাহি পাও,

যাও সুখের সন্ধানে যাও–

আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,

আর কিছু নাহি চাই গো

আমার পরান যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমার পরান যাহা চায়

আমি তোমারি বিরহে রহিব বিলীন,

তোমাতে করিব বাস–

দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস ।

যদি আর কারে ভালোবাস,

যদি আর ফিরে নাহি আস,

যদি আর কারে ভালোবাস,

যদি আর ফিরে নাহি আস,

তবে তুমি যাহা চাও তাই যেন পাও,

আমি যত দুখ পাই গো..

আমার পরান যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমার পরান যাহা চায়

তোমা ছাড়া আর এ জগতে মোর

কেহ নাই, কিছু নাই গো

আমার পরান যাহা চায়

তুমি তাই, তুমি তাই গো

আমার পরান যাহা চায়

More From Rabindra Sangeet

See alllogo

You May Like