menu-iconlogo
logo

Ektuku Choya Lage

logo
Lyrics
একটুকু ছোঁয়া লাগে

একটুকু কথা শুনি

তাই দিয়ে মনে মনে

রচি মম ফাল্গুনি

একটুকু ছোঁয়া লাগে

একটুকু কথা শুনি

কিছু পলাশের নেশা

কিছু বা চাঁপায় মেশা

কিছু পলাশের নেশা

কিছু বা চাঁপায় মেশা

তাই দিয়ে সুরে সুরে

রঙে রসে জাল বুনি

তাই দিয়ে সুরে সুরে

রঙে রসে জাল বুনি

রচি মম ফাল্গুনি

একটুকু ছোঁয়া লাগে

একটুকু কথা শুনি

যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে

চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে

যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে

চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে

যেটুকু যায়রে দূরে

ভাবনা কাঁপায় সুরে

যেটুকু যায়রে দূরে

ভাবনা কাঁপায় সুরে

তাই নিয়ে যায় বেলা

নূপুরের তাল গুনি

তাই নিয়ে যায় বেলা

নূপুরের তাল গুনি

রচি মম ফাল্গুনি

একটুকু ছোঁয়া লাগে

একটুকু কথা শুনি

তাই দিয়ে মনে মনে

রচি মম ফাল্গুনি

একটুকু ছোঁয়া লাগে

একটুকু কথা শুনি