গানঃ অনাবিল আশ্বাসে - তপন চৌ.
Track Posted By
Rafayel (রাফায়েল)
অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে
(হৃদয়ের বন্দরে)
ভীড় করে কত চেনা মুখ
হাজার সেই ভীড় ঠেলেই
তোমার ঐ, ঐ দু'টি চোখ
দেয় আমায় বর্ণালী সুখ
Rafayel
অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে
(হৃদয়ের বন্দরে)
ভীড় করে কত চেনা মুখ
হাজার সেই ভীড় ঠেলেই
তোমার ঐ, ঐ দু'টি চোখ
দেয় আমায় বর্ণালী সুখ
Rafayel রাফায়েল
বারবার আমি
তোমার ঐ ছবি এঁকে যাই
পরিচিত আঙ্গিনাতে
শুধু তোমাকে দেখে যাই
তোমার স্মৃতি মনে হলেই
স্বপ্নীল হয় দু'টি চোখ
দেয় আমায় বর্ণালী সুখ
Rafayel
অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে
(হৃদয়ের বন্দরে)
ভীড় করে কত চেনা মুখ
হাজার সেই ভীড় ঠেলেই
তোমার ঐ, ঐ দু'টি চোখ
দেয় আমায় বর্ণালী সুখ
Rafayel রাফায়েল
বারবার আমি
তোমারই গান গেয়ে যাই
পরিচিত আঙ্গিনাতে
শুধু তোমাকে কাছে চাই
সূর্যমুখীর মতো তোমার আশায়
নিশিদিন থাকি উন্মুখ
দেয় আমায় বর্ণালী সুখ
Rafayel
অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে
(হৃদয়ের বন্দরে)
ভীড় করে কত চেনা মুখ
হাজার সেই ভীড় ঠেলেই
তোমার ঐ, ঐ দু'টি চোখ
দেয় আমায় বর্ণালী সুখ
অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে
(হৃদয়ের বন্দরে)
ভীড় করে কত চেনা মুখ
হাজার সেই ভীড় ঠেলেই
তোমার ঐ, ঐ দু'টি চোখ
দেয় আমায় বর্ণালী সুখ
Thanks