menu-iconlogo
huatong
huatong
avatar

অনাবিল আশ্বাসে -তপন চৌ

Rafayelhuatong
🌟ʀᴀғᴀツ𝓑𝓵𝓮𝓼𝓼🕊️²huatong
Lyrics
Recordings
গানঃ অনাবিল আশ্বাসে - তপন চৌ.

Track Posted By

Rafayel (রাফায়েল)

অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে

(হৃদয়ের বন্দরে)

ভীড় করে কত চেনা মুখ

হাজার সেই ভীড় ঠেলেই

তোমার ঐ, ঐ দু'টি চোখ

দেয় আমায় বর্ণালী সুখ

Rafayel

অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে

(হৃদয়ের বন্দরে)

ভীড় করে কত চেনা মুখ

হাজার সেই ভীড় ঠেলেই

তোমার ঐ, ঐ দু'টি চোখ

দেয় আমায় বর্ণালী সুখ

Rafayel রাফায়েল

বারবার আমি

তোমার ঐ ছবি এঁকে যাই

পরিচিত আঙ্গিনাতে

শুধু তোমাকে দেখে যাই

তোমার স্মৃতি মনে হলেই

স্বপ্নীল হয় দু'টি চোখ

দেয় আমায় বর্ণালী সুখ

Rafayel

অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে

(হৃদয়ের বন্দরে)

ভীড় করে কত চেনা মুখ

হাজার সেই ভীড় ঠেলেই

তোমার ঐ, ঐ দু'টি চোখ

দেয় আমায় বর্ণালী সুখ

Rafayel রাফায়েল

বারবার আমি

তোমারই গান গেয়ে যাই

পরিচিত আঙ্গিনাতে

শুধু তোমাকে কাছে চাই

সূর্যমুখীর মতো তোমার আশায়

নিশিদিন থাকি উন্মুখ

দেয় আমায় বর্ণালী সুখ

Rafayel

অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে

(হৃদয়ের বন্দরে)

ভীড় করে কত চেনা মুখ

হাজার সেই ভীড় ঠেলেই

তোমার ঐ, ঐ দু'টি চোখ

দেয় আমায় বর্ণালী সুখ

অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে

(হৃদয়ের বন্দরে)

ভীড় করে কত চেনা মুখ

হাজার সেই ভীড় ঠেলেই

তোমার ঐ, ঐ দু'টি চোখ

দেয় আমায় বর্ণালী সুখ

Thanks

More From Rafayel

See alllogo

You May Like