menu-iconlogo
huatong
huatong
avatar

Buker vitor ahse pran

Rafayelhuatong
🧚u200d♂️💞🧚u200d♀️ℝ𝕒𝕗𝕒𝕪𝕖𝕝🎸🌈huatong
Lyrics
Recordings
আখাউড়া ধরমপুরে আমার বাবার আস্তানা

সেখানে জিকির করে মাওলানা

আখাউড়া ধরমপুরে আমার বাবার আস্তানা

সেখানে জিকির করে মাওলানা

পানি গড়গড়াইয়া পড়তাছে

বাবায় আমায় ডাকতাছে

পানি গড়গড়াইয়া পড়তাছে

বাবায় আমায় ডাকতাছে

আয়রে মানিক আমার বুকে আয়-বাবা

আয়রে মানিক আমার বুকে আয়

বুকের ভিতর আছে প্রান

তার ভিতরে মেশিন গান

ভান্ডারী আমারে পাগল বানাইছে-বাবা

বুকের ভিতর আছে প্রান

তার ভিতরে মেশিন গান

ভান্ডারী আমারে পাগল বানাইছে

দেহের ভিতর আছে একখান

পানি তোলার চাপকল

সেখানে বাবায় চাপ দিয়াছে

দেহের ভিতর আছে একখান

পানি তোলার চাপকল

সেখানে বাবায় চাপ দিয়াছে

পানি গড়গড়াইয়া পড়তাছে

বাবায় আমায় ডাকতাছে

পানি গড়গড়াইয়া পড়তাছে

বাবায় আমায় ডাকতাছে

আয়রে মানিক আমার বুকে আয়-বাবা

আয়রে মানিক আমার বুকে আয়

বুকের ভিতর আছে প্রান

তার ভিতরে মেশিন গান

ভান্ডারী আমারে পাগল বানাইছে-বাবা

বুকের ভিতর আছে প্রান

তার ভিতরে মেশিন গান

ভান্ডারী আমারে পাগল বানাইছে-বাবা

বুকের ভিতর আছে প্রান

তার ভিতরে মেশিন গান

ভান্ডারী আমারে পাগল বানাইছে......

বুকের ভিতর আছে প্রান

তার ভিতরে মেশিন গান

ভান্ডারী আমারে পাগল বানাইছে.......

More From Rafayel

See alllogo

You May Like