আমার অঙ্গহারা সঙ্গ ছাড়া হতচ্ছাড়া মন
আমার অঙ্গহারা সঙ্গ ছাড়া হতচ্ছাড়া মন
মনের খোঁজে বাউল হলাম
মনের খোঁজে
মনের খোঁজে বাউল হলাম
সামনে ধূসর বন
সামনে ধূসর বন
আমার অঙ্গহারা সঙ্গ ছাড়া হতচ্ছাড়া মন
আমি রং চেয়েছি, সামান্য রং, তোমায় দেব বলে
তোমায় দেব বলে
ও আমি রং চেয়েছি, সামান্য রং, তোমায় দেব বলে
তোমার কাছে রং রেখেছি, গচ্ছিত তলে
ফেরত নেব না
ও আমি ফেরত নেব না
আমি ফেরত নেব না
আমি ফেরত নেব না
আমার অঙ্গহারা সঙ্গ ছাড়া হতচ্ছাড়া মন