menu-iconlogo
huatong
huatong
raghab-chatterjee-amar-ango-hara-sango-cover-image

Amar Ango Hara Sango

Raghab Chatterjeehuatong
rob.mondevillehuatong
Lyrics
Recordings
আমার অঙ্গহারা সঙ্গ ছাড়া হতচ্ছাড়া মন

আমার অঙ্গহারা সঙ্গ ছাড়া হতচ্ছাড়া মন

মনের খোঁজে বাউল হলাম

মনের খোঁজে

মনের খোঁজে বাউল হলাম

সামনে ধূসর বন

সামনে ধূসর বন

আমার অঙ্গহারা সঙ্গ ছাড়া হতচ্ছাড়া মন

আমি রং চেয়েছি, সামান্য রং, তোমায় দেব বলে

তোমায় দেব বলে

ও আমি রং চেয়েছি, সামান্য রং, তোমায় দেব বলে

তোমার কাছে রং রেখেছি, গচ্ছিত তলে

ফেরত নেব না

ও আমি ফেরত নেব না

আমি ফেরত নেব না

আমি ফেরত নেব না

আমার অঙ্গহারা সঙ্গ ছাড়া হতচ্ছাড়া মন

More From Raghab Chatterjee

See alllogo

You May Like