🌹কন্ঠ শিল্পী এন্ডু কিশোর🌹
🌹upload by Rahul AMB🌹
তোমার এই নীল নীল চোখ
তোমার এই লাল লাল ঠোঁট
দেখে মরেছি প্রেমে পড়েছি
গোলাপী গালে টোল
আমায় করেছে পাগল
তোমার এই নীল নীল চোখ
তোমার এই লাল লাল ঠোঁট
দেখে মরেছি প্রেমে পড়েছি
গোলাপী গালে টোল
আমায় করেছে পাগল
তোমার এই নীল নীল চোখ
🇷🇦🇭🇺🇱🐅AMB🐅
রাঙা পায়ে রুম ঝুম ঝুম ঝুম
হাতরে কাখন চুম চুম চুম
রুপের ঝলক দিয়ে আমার কেড়ে নিলে ঘুম
🇷🇦🇭🇺🇱🐅AMB🐅
এই রাঙা পায়ে রুম ঝুম ঝুম ঝুম
হাতরে কাখন চুম চুম চুম
রুপের ঝলক দিয়ে আমার কেড়ে নিলে ঘুম
এলো চুলে ঢেউ তোলে
যেন মেঘেরই আঁচল
আমায় করেছ পাগল
তোমার এই নীল নীল চোখ
🇷🇦🇭🇺🇱🐅AMB🐅
ঝুনকু লতায় ঝুন ঝুন ঝুন
কন্ঠে তোমার গুণ গুণ গুণ
আগুন ঝরা অঙ্গ দেখে হয়ে গেছি খুন
🇷🇦🇭🇺🇱🐅AMB🐅
ও ও ও ঝুনকু লতায় ঝুন ঝুন ঝুন
কন্ঠে তোমার গুণ গুণ গুণ
আগুন ঝরা অঙ্গ দেখে হয়ে গেছি খুন
ভীরুলাজে বউসেজে মেখে প্রেমেরই কাজল
আমায় করেছ পাগল
তোমার এই নীল নীল চোখ
তোমার এই লাল লাল ঠোঁট
দেখে মরেছি প্রেমে পড়েছি
গোলাপী গালে টোল
আমায় করেছে পাগল
তোমার এই নীল নীল চোখ
🇷🇦🇭🇺🇱🐅AMB🐅