menu-iconlogo
huatong
huatong
avatar

কি যাদু করেছো বলোনা

Rahul AMBhuatong
roseredmanhuatong
Lyrics
Recordings
uplode by Rahul

A M B

মেয়ে কি যাদু করেছো বলোনা..

ঘরে আর থাকা যে হলোনা..

কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

ছেলে কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

মেয়ে কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা,,

AMB

RaHuL

ছেলে ওই চোখে চোখ রেখে,আপলক দেখে দেখে

এ জিবন কেটে যেতে পারে

মেয়ে বলোনা অমন করে,সুখে আমি যাব মরে

তোমারী বুকে বারে বারে

ছেলে ওই চোখে চোখ রেখে,আপলক দেখে দেখে

এ জিবন কেটে যেতে পারে

মেয়ে বলোনা অমন করে,সুখে আমি যাব মরে

তোমারী বুকে বারে বারে

ছেলে বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

মেয়ে কি যাদু করেছো বলোনা..

ঘরে আর থাকা যে হলোনা..

AMB

ছেলে ওওও অন্তরে অন্তরে শতো সাধনার পরে

দুটি মন মিলে গেছে এসে

মেয়ে বুঝিনা সাধনা আমি,এ জীবন হবে দামি

তোমাকেই ভালো বেসে বেসে

ছেলে অন্তরে অন্তরে শতো সাধনার পরে

দুটি মন মিলে গেছে এসে

মেয়ে বুঝিনা সাধনা আমি,এ জীবন হবে দামি

তোমাকেই ভালো বেসে বেসে

ছেলে বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

মেয়ে কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

ছেলে কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা

মেয়ে বুঝিনি কখন আমি হয়েছি তোমার

আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর

ছেলে কি যাদু করেছো বলোনা

ঘরে আর থাকা যে হলোনা..

Rahul

More From Rahul AMB

See alllogo

You May Like