menu-iconlogo
huatong
huatong
avatar

Kaliya Sonare Goto Nishi Kothay Chile

Rajibhuatong
nikkikayserhuatong
Lyrics
Recordings

কালিয়া সোনারে...

গত নিশি কোথা ছিলে

তোমারও লাগিয়া মালাটি গাথিয়া

তোমারও লাগিয়া মালাটি গাথিয়া

ছিরে ফেলেছি সকালে

গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে...

গত নিশি কোথা ছিলে...

কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে

গজমোতির হার তোমার কন্ঠে জুড়েছে

কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে

গজমোতির হার তোমার কন্ঠে জুড়েছে

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি

সিদুর আড়ানো কপালে...

গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে...

গত নিশি কোথা ছিলে

আসিবে বলে কথাটি দিলে

নিশি ফুরিয়ে গেলো,ফিরে না এলে

আসিবে বলে কথাটি দিলে

নিশি ফুরিয়ে গেলো,ফিরে না এলে

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি

ঘুমো ঘুমো আখি শাড়ী পড়া দেখি

সিঁদুর আড়ানো কপালে..

গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে...

গত নিশি কোথা ছিলে

তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া

তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া

ছিঁড়ে ফেলেছি সকালে..

গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে...

গত নিশি কোথা ছিলে

কালিয়া সোনারে...

গত নিশি কোথা ছিলে

Thanks. R.S.S

More From Rajib

See alllogo

You May Like