starmaker family; amra bangali
family id no;717747
চিকন চাকন মান্জা দোলে
গানের তালে তালে
হায় হায় গানের তালে তালে
হাসি দিলে,ঠোল পড়ে
তোমার দু’টি গালে
চুপি চুপি ডাকো তুমি
কাছে আসো না
আসলে তুমি আমায়
ভালোবাসনা।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নিভাইয়া গেলা না।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নিভাইয়া গেলা না।
চাইনা আমি টাকা পয়সা
চাইনা বাড়ি গাড়ি
তোমায় আমি বউ বানাইয়া
নিয়ে যাবো বাড়ি।
music
চাইনা আমি টাকা পয়সা
চাইনা বাড়ি গাড়ি
তোমায় আমি বউ বানাইয়া
নিয়ে যাবো বাড়ি।
দেখতে তুমি এতো সুন্দর
তাজা গোলাপ ফুল
কোন কাজে মন বসেনা
সব হয়ে যায় ভুল।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নিভাইয়া গেলা না।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নিভাইয়া গেলা না।
whit music
কোমরেতে রুপার বিছা
কানে সোনার দুল
কোন ছেলে হবে না পাগল
দেখলে এমন ফুল
হেই কোমরেতে রুপার বিছা
কানে সোনার দুল
কোন ছেলে পাগল হবে না
দেখলে এমন ফুল
রাঙ্গা টোঁঠের মিষ্টি হাসি
এতোই ভালো লাগে
কে না বলো পাগল হবে
বন্ধু তোমায় দেখলে
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নিভাইয়া গেলা না।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নিভাইয়া গেলা না।
চিকন চাকন মান্জা দোলে
গানের তালে তালে
হায় হায় গানের তালে তালে
হাসি দিলে,ঠোল পড়ে
তোমার দু’টি গালে
চুপি চুপি ডাকো তুমি
কাছে আসো না
আসলে তুমি আমায়
ভালোবাসনা।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নিভাইয়া গেলা না।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নিভাইয়া গেলা না।
THANK YOU SO MUCH