This Song Requested By
00Zerinkhan BDRS
From Super Singers Group
ছেলে: ও..না হয় আমার সাথে
বাঁধলে তোমার
সাত পাকের জীবন
ও.. দু'হাত ভরে
সাঁজাবো তোমায়
দেবের মত সুনিপুণ
ও.. জাত কুল ভুলে
এসো না ফিরে
আমার এ মন পাঁজরে
মেয়ে: ও..জাত কুল ভুলে
এসেছি ফিরে
তোমার এ মন পাঁজরে
S S G
ছেলে: দেবো দুহাতে
শাখা তোমায়
মেখে সিঁথিতে সিঁদুর..
পান পাতার ফাঁকে,শুভদৃষ্টি
মাঝখানে সাক্ষী আগুন।
S S G
দেবো দুহাতে,শাখা তোমায়
মেখে সিঁথিতে সিঁদুর
পান পাতার ফাঁকে, শুভদৃষ্টি
মাঝখানে সাক্ষী আগুন।
মেয়ে: ও..জাত কুল ভুলে
এসেছি ফিরে
তোমার এ মন পাঁজরে
ছেলে: ও..জাত কুল ভুলে
এসো না ফিরে
আমার এ মন পাঁজরে
S S G
ছেলে: ও..মন নিয়ে
করোনা ছলনা
প্রনয়ের প্রণতি সাঙ্গ করনা
S S G
ও..মন নিয়ে,করোনা ছলনা
প্রনয়ের প্রণতি সাঙ্গ করনা
তবে যে দেবীর পূজা হবেনা
Silent
জাত কুল ভুলে,এসো না ফিরে
আমার এ মন পাঁজরে
ও..জাত কুল ভুলে
এসো না ফিরে
আমার এ মন পাঁজরে
মেয়ে: ও..না হয় আমার সাথে
বাঁধলে তুমি
সাত পাকের জীবন
দু'হাত ভরে সাজায়ো আমায়
দেবের মত সুনিপুণ
ও..জাত কুল ভুলে
এসেছি ফিরে
তোমার এ মন পাঁজরে
ও..জাত কুল ভুলে
এসেছি ফিরে
তোমার এ মন পাঁজরে
লা..লা..লালা..হুম..হুম..
লা..লা..লালা......
সমাপ্ত