আ- আ আ আ, আ আ আ আ আ
আ আ আ,আ আ আ, আ আ আ আ আ
পুষ্পে ভরা তোমার পেলাম চিঠি
-------------------
পুষ্পে ভরা তোমার পেলাম চিঠি
তাতেই করেছো তুমি আমায় অতিথি
শুভ আর সুখী হোক নতুন জীবন
সুন্দর হোক তোমার জীবন সাথী
উৎসব হোক তোমার প্রতিটা রাতি
উৎসব হোক তোমার প্রতিটা তারাতি
পুষ্পে ভরা তোমার পেলাম চিঠি
আমার ভালবাসা তো ভুল ছিল না
কেন করলে তুমি এমন ছলনা
কি দোষে দোষী করে তুমি চলে যাও
অশান্ত মন আমার কিছু বুঝেনা
----------------------
প্রশ্ন করে দেখো তোমাকে তুমি
বুঝবে তাহলে আছি কেমন আমি
তোমার গায়ে হলুদে কত কোলাহল
এদিকে আমার চোখে ঝরে শুধু জল
ভুলতে পারিনা আমি তোমার স্মৃতি
কেমনে ভুলে গেছো ওগো প্রিয়সি
মনে কি পড়ে না সেই মধুর প্রীতি
মনে কি পড়ে না সেই মধুর প্রীতি
পুষ্পে ভরা তোমার পেলাম চিঠি
নীল শাড়ি পরে তুমি জোছনা রাতে
আসতে আমার কাছে মৃদু পায়ে
ফাগুনি হাওয়া তখন ব্যস্ত হয়ে
উড়ে উড়ে পড়তো তোমার গায়ে
--------------------
কত স্বপ্ন দেখেছিলাম দুজনে মরা
কৃষ্ণচূড়া তখন দিতে পাহারা
আজ কেন সবকিছু ভেঙে চুরে
বাসর সাজাতে চাও অন্যের ঘরে
দুঃখ করি না আমি ওগো সাথী
সাজাতে পারিনি বলে বাসর রাতি
ভেবে নেব এটা নিষ্ঠুর নিয়তি
ভেবে নেব এটা নিষ্ঠুর নিয়তি
পুষ্পে ভরা তোমার পেলাম চিঠি
তাতেই করেছো তুমি আমায় অতিথি
শুভ আর সুখী হোক নতুন জীবন
সুন্দর হোক তোমার জীবন সাথী
উৎসব হোক তোমার প্রতিটা রাতি
উৎসব হোক তোমার প্রতিটি রাতি
পুষ্পে ভরা তোমার পেলাম চিঠি।
নমস্কার