******** গানের কথা ********
নীড় ছোট ক্ষতি নেই
আকাশ তো বড়
নীড় ছোট ক্ষতি নেই
আকাশ তো বড়
হে মন বলাকা মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো...
নীড় ছোট ক্ষতি নেই
আকাশ তো বড়
*****Ramakanta*****
চাঁদেরও আখরে ঐ
আকাশেরও গায়..
*****Dipankar*****
চাঁদেরও আখরে ঐ
আকাশেরও গায়..
যেন পালক লেখনি তব
প্রেমেরও কবিতা লিখে যায়...
সুদুর পিয়াসী পাখা
কাঁপে থর থ-র--
হে মন বলাকা মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো...
নীড় ছোট ক্ষতি নেই
আকাশ তো বড়
*****RAMAKANTA*****
মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও...
*****Dipankar*****
মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও
তব ঐ দুটি ভীরু চোখে
ভূবনেরে নাও.. ভরে নাও..
তাই দিয়ে আপনারে সুন্দর ক-র--
হে মন বলাকা মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো...
নীড় ছোট ক্ষতি নেই
আকাশ তো বড়
হে মন বলাকা মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো...
নীড় ছোট ক্ষতি নেই
আকাশ তো বড়..