আর&এম মিউজিক কর্ণার
একটি মনের দাম
দিতে গিয়ে
জীবন চলার পথটি হারিয়ে
কি আমি পেলাম
কি আমি পেলাম
একটি মনের দাম দিতে গিয়ে
জীবন চলার পথটি হারিয়ে
কি আমি পেলাম
কি আমি পেলাম
আপলোডঃ রেজাউল&মুন্নী
কত যে কথা ছিল এই মনে
অচেনা মনের নিরব টানে
নিরব টানে
কত যে কথা ছিল এই মনে
অচেনা মনের নিরব টানে
নিরব টানে
আশায় আশায় কেন হারালাম
কি আমি পেলাম
একটি মনের দাম দিতে গিয়ে
জীবন চলার পথটি হারিয়ে
কি আমি পেলাম
কি আমি পেলাম
আপলোডঃ রেজাউল&মুন্নী
মনে হয় তারে আমি পাব না
দেবার তো বাকী আর কিছু নেই
গরমিল হয়ে গেল হিসেবেই
পথ হারা আমি সেই ভাবনা
কত যে ভেবে চলেছি পথে
অজানা সে মন মনের সাথে
মনের সাথে
কত যে ভেবে চলেছি পথে
অজানা সে মন মনের সাথে
মনের সাথে
মায়ায় মায়ায় কেন জড়ালাম
কি আমি পেলাম
একটি মনের দাম দিতে গিয়ে
জীবন চলার পথটি হারিয়ে
কি আমি পেলাম
কি আমি পেলাম
কি আমি পেলাম
কি আমি পেলাম