---Uploaded By---
RhythmicRaja
Singer: Srikanto Acharya
তোর সাথে যে নদীর অনেক মিল
নদীর নামে তোকেই যে তাই ডাকি
রোদ পড়লেই নদী টা ঝিলমিল
তোকে ভেবেই নদীর ছবি আঁকি
ছবি আঁকি
তোর সাথে যে নদীর অনেক মিল
---Uploaded By---
RhythmicRaja
চোখ দুটো তোর দুষ্টুমিতে ভরা
মেঘ দেখলেই মুখ টা ব্যাজার
বন্ধ লেখাপড়া
চোখ দুটো তোর দুষ্টুমিতে ভরা
মেঘ দেখলেই মুখ টা ব্যাজার
বন্ধ লেখাপড়া
ঢেউ এর মতন আসছি বলে কখন যে দিস ফাঁকি
রোদ পড়লেই নদী টা ঝিলমিল
তোকে ভেবেই নদীর ছবি আঁকি
ছবি আঁকি
---Uploaded By---
RhythmicRaja
(আআআ. আআআ)
বোঝেনা তোর মনের খেয়ালখুশি
আকাশ ঝুঁকে বলছে তবু
তোকেই ভালোবাসি
বোঝেনা তোর মনের খেয়ালখুশি
আকাশ ঝুঁকে বলছে তবু
তোকেই ভালোবাসি
হারিয়ে যাক তোর চোখেতেই আমার গানের পাখি
রোদ পড়লেই নদীটা ঝিলমিল
তোকে ভেবেই নদীর ছবি আঁকি
ছবি আঁকি
ছবি আঁকি
------END------