menu-iconlogo
huatong
huatong
avatar

Prokhoro daruno oti (Srikanto)

RhythmicRajahuatong
💦🍃🪔Ridmik🆁🅰🅹🅰💖EDM🪔🍃💦huatong
Lyrics
Recordings
প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন

Singer: Srikanto Acharya

++++Start++++

প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন

প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন

যত দুরে চাই...

নাই শুধু নাই

দিকে দিকে শুধু নাই

নাই নাই।।

প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন

-----Music-----

শুস্ক কানন তরু শাঁখে

বিরস কণ্ঠে পাখি ডাকে

শুস্ক কানন তরু শাঁখে

বিরস কণ্ঠে পাখি ডাকে

বুক ফাটা পিয়াসায় অগ্নি

আকাশ পানে চাহে সদাই।

দিকে দিকে শুধু নাই

নাই নাই।।

প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন

-----Music-----

হায়রে স্রোতস্বিনী

এমন শীর্না তোরে

দেখিনি তো আর কোন দিন।

হায়রে স্রোতস্বিনী

-----Music-----

বক্ষে মরণ যাচে আশা

নীরব মৌন যত ভাষা

এক ফোটা অশ্রুর শান্তনা

খুঁজে তবু দুহাত বাড়াই।

দিকে দিকে শুধু নাই

নাই নাই।।

প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন

যত দুরে চাই...

নাই শুধু নাই

দিকে দিকে শুধু নাই

নাই নাই।।

প্রখর দারুন অতি দীর্ঘ দগ্ধ দিন

-----End-----

More From RhythmicRaja

See alllogo

You May Like