.....
Riayd Rock Band
.....
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না
ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না
দিনে রাতে মিসকল মারে, ফোন করে না
টুনি ইসকুলে যাইব টুনি বারান্দায় আইবো,
টুনিরে দেইখা আমার পরান জুরাইবো
টুনি ইসকুলে যাইব টুনি বারান্দায় আইবো,
টুনিরে দেইখা আমার পরান জুরাইবো
.....
Riayd Rock Band
.....
টুনি আমার জানেরই জান, পরানের পরান
টুনির মারে খাইতে দিমু সুপারি আর পান
টুনি আমার জানেরই জান, পরানের পরান
টুনির মারে খাইতে দিমু সুপারি আর পান
টুনি বধূ সাজবো, টুনি লজ্জা পাইবো
টুনিরে লইয়া আমি বাসর সাজাবো
টুনি বধূ সাজবো, টুনি লজ্জা পাইবো
টুনিরে লইয়া আমি বাসর সাজাবো
.....
Riayd Rock Band
.....
টুনিরে লইয়া যাইমু ফ্যান্টাসি কিংডম
লুকাল বাসে চইড়া যামু, খরচ হবে কম
টুনিরে লইয়া যাইমু ফ্যান্টাসি কিংডম
লুকাল বাসে চইড়া যামু, খরচ হবে কম
টুনি আইস্ক্রিম খাইবো,
টুনি ঝালমুড়ি খাইবো
টুনিরে লইয়া আমি নৌকা দৌড়াইবো
টুনি আইস্ক্রিম খাইবো,
টুনি ঝালমুড়ি খাইবো
টুনিরে লইয়া আমি নৌকা দৌড়াইবো
.....
Riayd Rock Band
.....
টুনিরে লইয়া যামু ঢাকা মিরপুর
খাইতে দিমু দেশী চিঁড়া, লগে দিমু গুড়
টুনিরে লইয়া যামু ঢাকা মিরপুর
খাইতে দিমু দেশী চিঁড়া, লগে দিমু গুড়
টুনি আমেরিকা যাইবো, টুনি মডেলিং করবো
ফরেনার দেইখা তারে টাকা বিলাইবো
টুনি আমেরিকা যাইবো, টুনি মডেলিং করবো
ফরেনার দেইখা তারে টাকা বিলাইবো
.....
Riayd Rock Band
.....
টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার
টুনির মতো একটি মেয়ে আমার দরকার
টুনির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার
টুনির মতো একটি মেয়ে আমার দরকার
টুনি পাশে থাকবো, টুনি ভালোবাসবো
সুখে দুখে একই সাথে দিন কাটাবো
টুনি পাশে থাকবো, টুনি ভালোবাসবো
সুখে দুখে একই সাথে দিন কাটাবো
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না
ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না
দিনে রাতে মিসকল মারে, ফোন করে না
টুনি ইসকুলে যাইব টুনি বারান্দায় আইবো,
টুনিরে দেইখা আমার পরান জুরাইবো