(Ripon+Moni)
যাকে খুব ভালোবাসবেন
সেই ভালোবাসার মানুষটা
আপনাকে মুল্য দেয় না।
এটাই বাস্তব.....
R.....
আজো পাইলাম না আমি মনের মত মন
আজো পাইলাম না আমি মনের মত মন
আপন আপন ভাবি যারে
বুঝে না এই আমারে
আপন আপন ভাবি যারে
বুঝে না এই আমারে
ভালবাসার নামে শুধু করে প্রহসন...
আজো পাইলাম না আমি মনের মত মন
আজো পাইলাম না আমি মনের মত মন
R+M
R.....
অন্তরে তার যাওয়া আসা,
মিলে নাতো চাওয়া পাওয়া
নাইরে আমার নাওয়া খাওয়া,
বেচে... থেকেও মরন ....
অন্তরে তার যাওয়া আসা,
মিলে নাতো চাওয়া পাওয়া
নাইরে আমার নাওয়া খাওয়া,
বেচে... থেকেও মরন ....
আজো পাইলাম না আমি মনের মত মন
আজো পাইলাম না আমি মনের মত মন
R+M
R.....
রুপ যেন তার যায়না ধরা,
কখন শ্রাবন কখন খড়া
জীবন আমার ব্যাথায় ভরা
বুজিনা তার... প্রেমের ধরন...
রুপ যেন তার যায়না ধরা,
কখন শ্রাবন কখন খড়া
জীবন আমার ব্যাথায় ভরা
বুজিনা তার... প্রেমের ধরন...
আজো পাইলাম না আমি মনের মত মন
আজো পাইলাম না আমি মনের মত মন
আপন আপন ভাবি যারে বুঝে না এই আমারে
আপন আপন ভাবি যারে বুঝে না এই আমারে
ভালবাসার নামে শুধু করে প্রহসন......
আজো পাইলাম না আমি মনের মত মন
আজো পাইলাম না আমি মনের মত মন