(Ripon+Moni)
=====রেড্ডি====
আমার দেহের কারিগর
কি দিয়া বানাইলো আমার রঙ্গিলা অন্তর
আমার দেহের কারিগর
কি দিয়া বানাইলো আমার রঙ্গিলা অন্তর
ওরে তার ভিতর প্রেমের বাড়ি
তার ভিতরে পাপের ঘর।
তার ভিতর প্রেমের বাড়ি
তার ভিতরে পাপের ঘর।
রঙ্গিলা অন্তর।।
আমার দেহের কারিগর
কি দিয়া বানাইলো আমার রঙ্গিলা অন্তর
বন্ধ
=====রেড্ডি====
যারে রাখে হৃদয় জুড়ে
স্বপ্ন দেখায় নিরন্তর ..
সুযোগ পেলে যখন তখন
ভেঙ্গে পড়ে তার উপর
যারে রাখে হৃদয় জুড়ে
স্বপ্ন দেখায় নিরন্তর ..
সুযোগ পেলে যখন তখন
ভেঙ্গে পড়ে তার উপর
যার বন্দরে করে নোঙ্গর
যার বন্দরে করে নোঙ্গর
তারে আবার করে পর
রঙ্গিলা অন্তর।।
আমার দেহের কারিগর
কি দিয়া বানাইলো আমার রঙ্গিলা অন্তর
বন্ধ
=====রেড্ডি====
আপন করে বুকে নিয়ে ক্ষমা করে সে যারে।
আবার তারে দোষী করে তিলে তিলে প্রাণে মারে।
আপন করে বুকে নিয়ে ক্ষমা করে সে যারে।
আবার তারে দোষী করে তিলে তিলে প্রাণে মারে।
দেহের ভেতর জীবন ও বর.
দেহের ভেতর জীবন ও বর.
মরণ এলেই স্বার্থপর
রঙ্গিলা অন্তর।
আমার দেহের কারিগর ..
কি দিয়া বানাইলো আমার রঙ্গিলা অন্তর
ওরে তার ভিতর প্রেমের বাড়ি
তার ভিতরে পাপের ঘর।
তার ভিতর প্রেমের বাড়ি
তার ভিতরে পাপের ঘর।
রঙ্গিলা অন্তর।
আমার দেহের কারিগর ..
কি দিয়া বানাইলো আমার রঙ্গিলা অন্তর
আমার দেহের কারিগর ..
কি দিয়া বানাইলো আমার রঙ্গিলা অন্তর
Thanks....