(Ripon+Moni)
M---------
R-----------
বাবার ডাকে পাগল লোকে কোনো কথায় শোনে না
বাবা সবাই রে পাগল বানায়ছে এ এ এ
বাবার ডাকে পাগল লোকে কোনো বাধাই মানে না
বাবা সবাই রে পাগল বানায়ছে …
বাবা একটান গাজা খাওয়াইয়া, দিনে তারা দেখাইয়া
একটান গাজা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া
কাইরা নিলো বাবা আশেকের প্রাণ
ধরো কলকি
ধরো কলকি মারো টান গান্জা বাবার আশায় কান
মইরা গেলে সঙ্গে কিছুই যাইবো না
ওরে ধরো কলকি
ধরো কলকি মারো টান গান্জা বাবার আশায় কান
মইরা গেলে সঙ্গে কিছুই যাইবো না
M---------
R-----------
ভবের প্রেমে যেই মইজাছো গাজার কল্কি ছুয়ো না
গাজায় যদি ধরে তোমায় পলাইয়া পাড় পাইবা না
ভাই তুই ভালো কইরা সংসার কর নামাজ রোজা কায়েম কর
তুই ভালো কইরা সংসার কর নামাজ রোজা কায়েম কর
বাবার কর্ম দেখিলে হবি প্রেরেশান
ধরো কলকি
ধরো কলকি মারো টান গান্জা বাবার আশায় কান
মইরা গেলে সঙ্গে কিছুই যাইবো না
ধরো কলকি মারো টান গান্জা বাবার আশায় কান
মইরা গেলে সঙ্গে কিছুই যাইবো না
M---------
R-----------
টাকা পয়সা না থাকিলে কোনো সালাই চিনেনা,
দুনিয় টাকার গোলাম হইয়াছে
টাকা পয়সা না থাকিলেকোনো সালাই চিনেনা।
দুনিয় টাকার গোলাম হইয়াছে
তবে মোল্লা ভাইয়ে ভাইবা কয় দুনিয়া কারো বাপের নয়
মোল্লা ভাইয়ে ভাইবা কয় দুনিয়া কারো বাপের নয়
ফিটিং কইরা নে বুকে মেশিনগান
ধরো কলকি
ধরো কলকি মারো টান গান্জা বাবার আশায় কান
মইরা গেলে সঙ্গে কিছুই যাইবো না
বাবার ডাকে পাগল লোকে কোনো কথায় শোনে না
বাবা সবাই রে পাগল বানায়ছে এ এ এ
বাবার ডাকে পাগল লোকে কোনো বাধাই মানে না
বাবা সবাই রে পাগল বানায়ছে …
বাবা একটান গাজা খাওয়াইয়া, দিনে তারা দেখাইয়া
একটান গাজা খাওয়াইয়া দিনে তারা দেখাইয়া
কাইরা নিলো বাবা আশেকের প্রাণ
ধরো কলকি
ধরো কলকি মারো টান গান্জা বাবার আশায় কান
মইরা গেলে সঙ্গে কিছুই যাইবো না
ধরো কলকি মারো টান গান্জা বাবার আশায় কান
মইরা গেলে সঙ্গে কিছুই যাইবো না
ধরো কলকি মারো টান গান্জা বাবার আশায় কান
মইরা গেলে সঙ্গে কিছুই যাইবো না
ধরো কলকি মারো টান গান্জা বাবার আশায় কান
মইরা গেলে সঙ্গে কিছুই যাইবো না
Thanks