menu-iconlogo
logo

Chand dekhte giye ami..Rishin

logo
avatar
rishinlogo
✨RISHIN✨logo
Sing in App
Lyrics
FAMILY ✨DIVINE✨

ROOM NO 136922.JOIN US

❄️RISHIN❄️

SHARE & ENJOY ✨

আকাশ পানে চেয়ে চেয়ে,

সারা রাত জেগে জেগে,

দেখেছি অনেক তারার ভীড়;

অরুন্ধতী, স্বাতী, সপ্ত-ঋষির খেলা,

সব দেখেছি,

শুধু... চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি ।।

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি

কোন জোছনায় বেশি আলো এই দোটানায় পড়েছি

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি .

✨DIVINE✨

✨RISHIN✨

বন্ধুরা সব বলে, এমন ধারা হলে

চোখ নাকি আর সারে না ।

বন্ধুরা সব বলে, এমন ধারা হলে

চোখ নাকি আর সারে না ।

যদি হঠাৎ এমন করে,

কারো চোখেতে চোখ পড়ে

তবে দৃষ্টি নাকি ফেরে না!

বল, তা হলে কী আমার এ চোখ নষ্ট আমি করেছি!

হায়রে হায়রে...

চাঁদ দেখতে গিয়ে আমি

তোমায় দেখে ফেলেছি ।

চাঁদ দেখতে গিয়ে আমি

তোমায় দেখে ফেলেছি.

✨DIVINE✨

✨RISHIN✨

বন্ধুরা সব বলে, এমন ধারা হলে

ভোর না কি আর কাটে না

আমার প্রানটা জ্বলে মরে,

মন কেমন যেন করে

আমার কিছুই ভাল লাগে না

তাই চিন্তা করে পাই না বুঝে, বেঁচেছি কী মরেছি!

হায়রে হায়রে... চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি ।

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি

কোন জোছনায় বেশি আলো

এই দোটানায় পড়েছি

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি.

চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি.

FAMILY ✨DIVINE✨

ROOM NO 136922.JOIN US

❄️RISHIN❄️

SHARE & ENJOY ✨

Chand dekhte giye ami..Rishin by rishin - Lyrics & Covers