RISHIN
DIVINE
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমার,
অন্ধ করে রাখে,
তোমারে দেখিতে দেয় না।
মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেনো পাই না।
মাঝে মাঝে তব দেখা পাই।
চিরদিন কেনো পাই না।
Rishin
তুমি রবে নিরবে,হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
তুমি রবে নিরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে
হৃদয়ে মম
তুমি রবে নীরবে।
Rishin
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে
জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি।
RISHIN
DIVINE
ও যে মানে না মানা
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে
"না, না, না"
ও যে মানে না মানা
ও যে মানে না মানা
যত বলি "নাই রাতি
মলিন হয়েছে বাতি"
যত বলি "নাই রাতি
মলিন হয়েছে বাতি"
মুখপানে চেয়ে বলে
"না, না, না"
ও যে মানে না মানা।
ও যে মানে মানা।
Rishin
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
তুমি থাকো সিন্ধুপারে
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
তুমি থাকো সিন্ধুপারে
ওগো বিদেশিনী
RISHIN
DIVINE
136922
SHARE & ENJOY