menu-iconlogo
logo

Robe nirobe mashup..rishin

logo
avatar
rishinlogo
✨RISHIN✨logo
Sing in App
Lyrics
RISHIN

DIVINE

কেন মেঘ আসে হৃদয়-আকাশে,

কেন মেঘ আসে হৃদয়-আকাশে,

তোমারে দেখিতে দেয় না।

মোহমেঘে তোমার,

অন্ধ করে রাখে,

তোমারে দেখিতে দেয় না।

মাঝে মাঝে তব দেখা পাই,

চিরদিন কেনো পাই না।

মাঝে মাঝে তব দেখা পাই।

চিরদিন কেনো পাই না।

Rishin

তুমি রবে নিরবে,হৃদয়ে মম

তুমি রবে নীরবে।

তুমি রবে নিরবে

নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম

তুমি রবে নীরবে

হৃদয়ে মম

তুমি রবে নীরবে।

Rishin

ভালোবাসি ভালোবাসি

ভালোবাসি ভালোবাসি

এই সুরে কাছে দূরে

জলে স্থলে বাজায়

বাজায় বাঁশি

ভালোবাসি ভালোবাসি

ভালোবাসি ভালোবাসি।

RISHIN

DIVINE

ও যে মানে না মানা

ও যে মানে না মানা

আঁখি ফিরাইলে বলে

"না, না, না"

ও যে মানে না মানা

ও যে মানে না মানা

যত বলি "নাই রাতি

মলিন হয়েছে বাতি"

যত বলি "নাই রাতি

মলিন হয়েছে বাতি"

মুখপানে চেয়ে বলে

"না, না, না"

ও যে মানে না মানা।

ও যে মানে মানা।

Rishin

আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী

তুমি থাকো সিন্ধুপারে

আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী

তুমি থাকো সিন্ধুপারে

ওগো বিদেশিনী

RISHIN

DIVINE

136922

SHARE & ENJOY

Robe nirobe mashup..rishin by rishin - Lyrics & Covers