menu-iconlogo
huatong
huatong
avatar

Cole Geco Tate Ki

Rj Ray Hanhuatong
tsoytaqshuatong
Lyrics
Recordings
চলে গেছ তাতে কি?

ভালোবেসে বুঝেছি

তুমি আছো মনেরই আয়নায় (২)

লোকে আমারে শুধায়...

ভালোবাসা কারে কয়?

বোলো না... (২)

চলে গেছ তাতে কি?

ভালোবেসে বুঝেছি

তুমি আছো মনেরই আয়নায়...

শুভদৃষ্টির বিনিময়ে বলে ভালোবাসা হয়

লোকে তারে ভালোবাসা কয় (২)

লোকে আমারে শুধায়...

ভালোবাসা কারে কয়?

বোলো না...(২)

চলে গেছ তাতে কি?

ভালোবেসে বুঝেছি

তুমি আছো মনেরই আয়নায়...

এই কণ্ঠ যতদিন গান গেয়ে যাবে

ততদিন গেয়ে যাবে সুরের মূর্ছনায় (২)

যা হবার তাই আজ হবে

এত ভেবে কি হবে ?

বোলো না...(২)

চলে গেছ তাতে কি?

ভালোবেসে বুঝেছি

তুমি আছো মনেরই আয়নায়...

লোকে আমারে শুধায়...

ভালোবাসা কারে কয়?

বোলো না...(২)

চলে গেছ তাতে কি?

ভালোবেসে বুঝেছি

তুমি আছো মনেরই আয়নায়...

More From Rj Ray Han

See alllogo

You May Like