শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিওনা রাধারে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিওনা রাধারে
আগে তো জানিনা তোমার
সূরে এতো জ্বালারে বাঁশির
সূরে এতো জ্বালা
শ্যামের বাঁশিরে
আগে তো জানিনা তোমার
সূরে এতো জ্বালারে বাঁশির
সূরে এতো জ্বালা
আমি, জানলে কি আর হইলাম
পাগল থাকিতাম একেলারে
আমি জানলে কি আর হইলাম
পাগল থাকিতাম একেলারে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিওনা রাধারে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিওনা রাধারে
যে হাটে থাকোরে বাঁশির
নামটি মনো চুড়ারে বাঁশির
নামটি মনো চুড়া
শ্যামের বাঁশিরে
যে হাটে থাকোরে বাঁশির
নামটি মনো চুড়ারে বাঁশির
নামটি মনো চুড়া
আমি, তাহার সনে প্রেম করিয়া
হইলাম বাড়ি ছাড়ারে
আমি তাহার সনে প্রেম করিয়া
হইলাম বাড়ি ছাড়ারে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিওনা রাধারে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিওনা রাধারে
ভালোবাসার কিযে জ্বালা
সেতো আর জানেনা রে বাঁশি
সেতো আর জানেনা
শ্যামের বাঁশিরে
ভালোবাসার কিযে জ্বালা
সেতো আর জানেনা রে বাঁশি
সেতো আর জানেনা
সেযে, জানলে কি আর প্রাণ কৃষ্ণ রে
আর কাঁদাইতো না রে
সেযে জানলে কি আর প্রাণ কৃষ্ণ রে
আর কাঁদাইতো না রে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিওনা রাধারে
শ্যামের বাঁশি শ্যামের বাঁশিরে
আর জ্বালা দিওনা রাধারে