menu-iconlogo
huatong
huatong
avatar

এক নয়নে কান্দ

Robi Chowdhuryhuatong
perfect_oysterohuatong
Lyrics
Recordings
দৃষ্টি হারা দুই নয়ন কে

লোকে বলে অন্দ……

লোকে বলে অন্দ

ভালো বাসার দেখা পাবে

এক নয়নে কান্দ ও ও ও

এক নয়নে কান্দ

দৃষ্টি হারা দুই নয়ন কে

লোকে বলে অন্দ……

লোকে বলে অন্দ

ভালো বাসার দেখা পাবে

এক নয়নে কান্দ ও ও ও

এক নয়নে কান্দ

সেই নয়নের নামটি হলো

মানুষের অন্তর ...

সেই খানেতে বসত করে

প্রেমের কারি গড় হো ও ও

সেই নয়নের নামটি হলো

মানুষের অন্তর

সেই খানেতে বসত করে

প্রেমের কারি গড়

ধরতে গেলে দেয়না দরা

এমন মানুষ টি রে

অনুরাগের ছোঁয়া দিয়ে

নয়ন জলে বান্দ

এক নয়নে কান্দ ও ও ও

এক নয়নে কান্দ

আলো নিভে গেলে যদি

হয় রে অন্ধকার....

অন্দ জনে কি করে হয়

রাস্তা পারাপার হো ও ও

আলো নিভে গেলে যদি

হয় রে অন্ধকার ...

অন্দ জনে কি করে হয়

রাস্তা পারাপার

লোক নিন্দা পুষ্প চন্দন

সারা অঙ্গে মাখো

ভাবের জলে সাঁতার দিলে

কিসের ভালো মন্দ

এক নয়নে কান্দ ও ও ও

এক নয়নে কান্দ

দৃষ্টি হারা দুই নয়ন কে

লোকে বলে অন্দ……

লোকে বলে অন্দ

ভালো বাসার দেখা পাবে

এক নয়নে কান্দ ও ও ও

এক নয়নে কান্দ

সবাইকে ধন্যবাদ

গানটি সেভ করার পরে দয়া

করে একটি লাইক দিবেন ?

More From Robi Chowdhury

See alllogo

You May Like