menu-iconlogo
logo

আমার পরান ও যা চায়

logo
Lyrics
আমারও পরানও যাহা চায়

তুমি তাই , তাই গো

আমারও পরানও যাহা চায়

তোমায় ছাড়া আর এ জগতে

মোর কেহ নাই, কিছু নাই গো

আমারও পরানও যাহা চায়

তুমি তাই , তাই গো

আমারও পরানও যাহা চায়

তুমি সুখ যদি নাহি পাও

যাও সুখের সন্ধানে যাও

তুমি সুখ যদি নাহি পাও

যাও সুখের সন্ধানে যাও

আমি তোমারে পেয়েছি হৃদয় ও মাঝে

আর ও কিছু নাহি চাহি গো

আমারও পরানও যাহা চায়

তুমি তাই , তাই গো

আমারও পরানও যাহা চায়

আমি তোমারও বিরহে রহিব বিলীন ও

তোমাতে করিবো বাস

দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী দীর্ঘ বরসও মাস

যদি আরও কারো ভালোবাসো

যদি আর ফিরে নাহি আসো

যদি আরও কারো ভালোবাসো

যদি আর ফিরে নাহি আসো

তবে তুমি যাহা চাও তাই যেনো পাও

আমি যত দুঃখ পাই গো

আমারও পরানও যাহা চায়

তুমি তাই , তাই গো

আমারও পরানও যাহা চায়

তোমায় ছাড়া আর এ জগতে

মোর কেহ নাই, কিছু নাই গো

আমারও পরানও যাহা চায়

তুমি তাই , তাই গো

আমারও পরানও যাহা চায়

আমার পরান ও যা চায় by Robindro Shongeet - Lyrics & Covers