menu-iconlogo
logo

রঙ্গিলা আকাশ Rongila Akash

logo
Lyrics
New HQ Music

Song: Rongila Akash

Singer: Kazi Shuvo Nodi

Track Credit Lyrics By

1st Part Male

2nd Part Female

ছেলেঃ আমি যদি ভেঙে পড়ি

তুমি গড়ে দিও

আপন করে খুব যতনে

কাছে টেনে নিও

Hasi

মেয়েঃ আমি যদি ভেঙে পড়ি

তুমি গড়ে দিও

আপন করে খুব যতনে

কাছে টেনে নিও

ছেলেঃ তুমি আমার মেঘলা মনের

রঙ্গিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে

থাকে নিশ্বাস.

মেয়েঃ তুমি আমার মেঘলা মনের

রঙ্গিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে

থাকে নিশ্বাস.

গানে লাইক দিয়ে যাবেন প্লিজ

সাথে কপি করা থেকে দুরে থাকুন

Track

ছেলেঃ স্বপ্ন আমার থমকে দাঁড়ায়

চোখের আড়াল হলে

মনটা আমার দিবানিশি

তুমি তুমি বলে.

Hasi

মেয়েঃ স্বপ্ন আমার থমকে দাঁড়ায়

চোখের আড়াল হলে

মনটা আমার দিবানিশি

তুমি তুমি বলে

ছেলেঃ তুমি আমার মেঘলা মনের

রঙ্গিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে

থাকে নিশ্বাস.

মেয়েঃ তুমি আমার মেঘলা মনের

রঙ্গিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে

থাকে নিশ্বাস.

গানে লাইক দিয়ে যাবেন প্লিজ

সাথে কপি করা থেকে দুরে থাকুন

Track

মেয়েঃ গল্প আমার তোমার নামে

প্রাণের দেয়াল জুড়ে

তুমি মিশে আছো শুধু

চেনা যত ঘোরে

Hasi

ছেলেঃ গল্প আমার তোমার নামে

প্রাণের দেয়াল জুড়ে

তুমি মিশে আছো শুধু

চেনা যত ঘোরে

মেয়েঃ তুমি আমার মেঘলা মনের

রঙ্গিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে

থাকে নিশ্বাস.

ছেলেঃ তুমি আমার মেঘলা মনের

রঙ্গিলা আকাশ

তুমি কাছে থাকলে দেহে

থাকে নিশ্বাস.

মেয়েঃ আমি যদি ভেঙে পড়ি

তুমি গড়ে দিও

ছেলেঃ আপন করে খুব যতনে

কাছে টেনে নিও

মেয়েঃ তুমি আমার মেঘলা মনের

রঙ্গিলা আকাশ

ছেলেঃ তুমি কাছে থাকলে দেহে

থাকে নিশ্বাস.

মেয়েঃ তুমি আমার মেঘলা মনের

রঙ্গিলা আকাশ

ছেলেঃ তুমি কাছে থাকলে দেহে

থাকে নিশ্বাস.

ধন্যবাদ সাথে থাকার জন্য