menu-iconlogo
huatong
huatong
rumana-islam-nadim-blues-je-poth-vhule-geso-tumi-cover-image

Nadim_Blues-Je Poth Vhule Geso Tumi

"Rumana Islam'huatong
Udana_star51248170huatong
Lyrics
Recordings
Je Poth Geso Vhule Tumi-Rumana Islam

========================================

=======================================

চেনা অচেনার ভিড়ে তোমার মনের নীড়ে

স্বপ্ন বুনে কী পেলাম

অবাক চোখেই শুধু তাকিয়ে থেকে

জীবনের কাছে শুধালাম

যে পথ ,ভুলে গেছো তুমি

সে পথে আমি কেন মন হারালাম

যে পথ ,ভুলে গেছো তুমি

সে পথে আমি কেন মন হারালাম।

হয়তো আমার ছিল ভুল

তাইতো ভেঙ্গে গেছে হৃদয়ের কূল

হয়তো আমার ছিল ভুল

তাইতো ভেঙ্গে গেছে হৃদয়ের কূল

অনেক চাওয়ার পরে সব হারিয়ে

ফাগুনের কাছে শুধালাম

যে পথ ,ভুলে গেছো তুমি

সে পথে আমি কেন মন হারালাম

যে পথ ,ভুলে গেছো তুমি

সে পথে আমি কেন মন হারালাম।

হয় নি জানা কী দোষে

ভালোবেসে লোকে দুঃখ পোষে

হয় নি জানা কী দোষে

ভালোবেসে লোকে দুঃখ পোষে

আমার আঙ্গিনা কেন ছেয়ে গেল আধারে

সময়ের কাছে শুধালাম

যে পথ ,ভুলে গেছো তুমি

সে পথে আমি কেন মন হারালাম

যে পথ ,ভুলে গেছো তুমি

সে পথে আমি কেন মন হারালাম।

চেনা অচেনার ভিড়ে তোমার মনের নীড়ে

স্বপ্ন বুনে কী পেলাম

অবাক চোখেই শুধু তাকিয়ে থেকে

জীবনের কাছে শুধালাম

যে পথ ,ভুলে গেছো তুমি

সে পথে আমি কেন মন হারালাম

যে পথ ,ভুলে গেছো তুমি

সে পথে আমি কেন মন হারালাম

You May Like