ওরে মাটি হবো মাটি
কেনো করো কান্নাকাটি
ওরে মাটি হবো মাটি
কেনো করো কান্নাকাটি
আতর আনো লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
আতর আনো লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
ওরে মাটি হবো মাটি
কেনো করো কান্নাকাটি
মওলা ছাড়া কেউ নাইরে
মওলা ছাড়া কেউ নাই
মওলা ছাড়া কেউ নাইরে
মওলা ছাড়া কেউ নাই
আতর আনো লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
আতর আনো লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
ওরে মাটি হবো মাটি
কেনো করো কান্নাকাটি
কলেমা শাহাদাৎ পড়ো উচ্চস্বরে
মাবুদ যেনো তোর আজাব একটু কম করে
কলেমা শাহাদাৎ পড়ো উচ্চস্বরে
মাবুদ যেনো তোর আজাব একটু কম করে
আতর আনো লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
আতর আনো লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
ওরে মাটি হবো মাটি
কেনো করো কান্নাকাটি
ওরে মাটি হবো মাটি
কেনো করো কান্নাকাটি
দুই টুকরা তুলে দিও নাকের ও ভিতরে
গোসল করাইয়েও আমায় পরিস্কার করে
দুই টুকরা তুলে দিও নাকের ও ভিতরে
গোসল করাইয়েও আমায় পরিস্কার করে
আতর আনো লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
আতর আনো লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
ওরে মাটি হবো মাটি
কেনো করো কান্নাকাটি
ওরে মাটি হবো মাটি
কেনো করো কান্নাকাটি