menu-iconlogo
logo

Thakte Jodi Na Pai Dekha

logo
Lyrics
থাকতে যদি না পাই তোমায়

থাকতে যদি না পাই তোমায়

চাইনা মরিলে...

আমায় কাদালে

ভালোবাসি বলেরে বন্ধু

আমায় কাদালে রে বন্ধু

আমায় কাদালে..

তাইবুঝি আজ বুকে ভেসে যায়

তাই বুঝি আজ বুক ভেসে যায়

নয়নের জলে..

আমায় কাদালে...

ভালোবাসি বলেরে বন্ধু

আমায় কাদালে রে বন্ধু..

আমায় কাদালে..

ভালবাসার এমনও রীতি..

কাদিতে হয় দিবারাতি

ভালবাসার এমনও রীতি..

কাদিতে হয় দিবারাতি

তবু আমি মালা গাথি

তবু আমি মালা গাথি

পড়েছি গলে আমায় কাদালে

ভালবাসি বলেরে বন্ধু আমায় কাদালে রে বন্ধু

আমায় কাদালে...

থাকতে যদি না পাই দেখা

থাকতে যদি না পাই দেখা

চাইনা মরিলে...

আমায় কাদালে

ভালোবাসি বলেরে বন্ধু

আমায় কাদালে রে বন্ধু

আমায় কাদালে..

ভালবাসা করে যেজন....

কাদিতে হয় অতি গোপন....

ভালবাসা করে যেজন.....

কাদিতে হয় অতি গোপন

শুষ্ক বৃক্ষের কাষ্ট যেমন

শুষ্ক বৃক্ষের কাষ্ট যেমন

পাতা নাই ডালে....

আমায় কাদালে

ভালবাসি বলেরে বন্ধু আমায় কাদালে রে বন্ধু

আমায় কাদালে..

থাকতে যদি না পাই দেখা

থাকতে যদি না পাই দেখা

চাইনা মরিলে...

আমায় কাদালে

ভালোবাসি বলেরে বন্ধু

আমায় কাদালে রে বন্ধু

আমায় কাদালে..

তাইবুঝি আজ বুকে ভেসে যায়

তাই বুঝি আজ বুক ভেসে যায়

নয়নের জলে..

আমায় কাদালে...

ভালোবাসি বলেরে বন্ধু

আমায় কাদালে.রে বন্ধু

আমায় কাদালে

Thakte Jodi Na Pai Dekha by Rumi - Lyrics & Covers