menu-iconlogo
huatong
huatong
avatar

ভুলনা আমাকে ভুলে যেওনা BHULANA AMAKE Uploaded By @ M_S_Jahan_Pol_E_R_S

Runa Lailahuatong
M_S_Jahan_Pol💞E_R_Shuatong
Lyrics
Recordings
গান-ভুলো না আমাকে ভুলে যেও না।

ভুলো না...... আমাকে ভুলে যেও না।

মুলশিল্পী-রুনা লায়লা

চলচ্চিত্র-জীবন নৌকা

M_S_Jahan_Pol_E_R_S

ভুলো না.. আমাকে ভুলে যেও না।

তুমি ভুলে গেলে তুমি ব্যাথা দিলে

সইতে পারবো না আআআ....

ভুলো না আমাকে ভুলে যেও না।

তুমি ভুলে গেলে তুমি ব্যাথা দিলে

সইতে পারবো না আআআ...

ভুলো না আমাকে ভুলে যেও না...

...........

গীতিকার-মনিরুজ্জামান মনির

সুরকার-আলম খান

M_S_Jahan_Pol_E_R_S

ভালবেসে যে মালা দিয়েছিলে

ঝরে আজো সুরভি তারই ফুলে।

ভালবেসে যে মালা দিয়েছিলে

ঝরে আজো সুরভি তারই ফুলে।

কত কথা জমা আছে বলবো তোমারই কাছে

কেন তুমি বোঝ না আআআ...

ভুলো না আমাকে ভুলে যেও না।

..........

M_S_Jahan_Pol_E_R_S

অভিমানে যে পথে গেছ চলে

রবো আমি সেই পথে আঁখি মেলে এ এ...

অভিমানে যে পথে গেছ চলে

রবো আমি সেই পথে আঁখি মেলে।

এসো তুমি এসো ফিরে শূণ্য আমারই ঘরে

দূরে দূরে থেকে না আআআ...

ভুলো না আমাকে ভুলে যেও না।

তুমি ভুলে গেলে তুমি ব্যাথা দিলে

সইতে পারবো না

ভুলো না আমাকে ভুলে যেও না।

More From Runa Laila

See alllogo

You May Like