?যদি বউ সাজো গো,আরো সুন্দর লাগবে গো
যদি বউ সাজো গো,আরো সুন্দর লাগবে গো
?বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়
?যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো
?কত দিন আমায় ভালবাসবে,মনে রাখবে
?ও গো যত দিন চন্দ্র সূর্য থাকবে
?যদি ঘর ভাঙ্গা ঝড় আসে,কভু আসে
?আমি সেদিনও রইবো তোমার পাশে
?বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়
?যদি বউ সাজো গো,আরো সুন্দর লাগবে গো
?তুমি নদী হলে আমি,হবো সাগর
?সেই মোহনায় গড়বো মিলন বাসর
?তারপর বল কী হবে,কী হবে
?না না বলবো না লজ্জা পাবো তবে
?বল বল আরো বল লাগছে মন্দ নয়
?জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়
?যদি বউ সাজো গো,আরো সুন্দর লাগবে গো
যদি বউ সাজো গো,আরো সুন্দর লাগবে গো
?বল বল আরো বল লাগছে মন্দ নয়
জীবনের এই স্বপ্ন ও গো সত্যি যেন হয়
?যদি বউ সাজো গো,আরো সুন্দর লাগবে গো..