menu-iconlogo
huatong
huatong
avatar

Premer Agune প্রেমের আগুনে

RunaLailahuatong
naticagirlhuatong
Lyrics
Recordings
প্রেমের আগুনে,

প্রেমের আগুনে,

প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো

সে আগুন চোখে দেখলাম না

সজনী গো

সে আগুন চোখে দেখলাম না

পীড়িতি, পীড়িতি...

পীড়িতি পীড়িতি

পীড়িতি রীতিনীতি শেখাও সজনী গো

পীড়িতি আজো শিখলাম না,

সজনী গো

পীড়িতি আজো সিখলাম না

নিম তিতা নিশিন্দা তিতা

আরো তিতা পানের খর

সেই না তিতা লাগে গো মিঠা

নারী যদি পায় প্রানের নাগর

আম মিঠা জাম মিঠা...

আরো মিঠা ফুলের মৌ

সেই না মিঠা লাগে গো তিতা

না থাকলে কাছে সুন্দরী বউ

সেই তিতা মিঠার স্বাদ

সেই তিতা মিঠার সাদ দেব সজনী গো

পীড়িতি করো সাধনা,

সজনী গো....

পীড়িতি আজো শিখলাম না

প্রেমের আগুনে

প্রেমের আগুনে,

প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো

সে আগুন চোখে দেখলাম না

সজনী গো....

পীড়িতি আজো শিখলাম না

সবাই অসি করবেন প্লিজ বন্ধু

বক সাদা পালক সাদা

আরো সাদা কাশের বন

সেই না সাদা লাগে গো কালো

পুরুষ না বুঝলে নারীর মন

মেঘ কালো ভ্রমরা কালো...

আরো কালো মাথার চুল

সেই না কালো লাগে গো ভাল

নারীর অঙ্গে ফুটলে ফুল

সেই ফুলের মধু

সেই ফুলের মধু

অঙ্গে শুকাই সজনী গো

বয়সের ভার মানে না

সজনী গো....

আমাকে করলে দিওয়ানা

প্রেমের আগুনে

প্রেমের আগুনে,

প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো

সে আগুন চোখে দেখলাম না

সজনী গো সে আগুন চোখে দেখলাম না

পিড়িতি',পীড়িতি

পীড়িতি পীড়িতি

পীড়িতি রীতিনীতি শিখাও সজনী গো

পীড়িতি আজো শিখলাম না

সজনী গো

পীড়িতি আজো শিখলাম না...

ধন্যবাদ সবাইকে

More From RunaLaila

See alllogo

You May Like