menu-iconlogo
huatong
huatong
rupak-tiaryhumaira-eshika-moner-mohona-cover-image

Moner Mohona

Rupak Tiary/Humaira Eshikahuatong
rjhallmanskihuatong
Lyrics
Recordings
তুই হাসলে লাজে মরে চন্দ্র হয় আড়াল

হাসির ঢেউয়ে ভেসে ডুবে মন আমার বেসামাল

তুই হাসলে লাজে মরে চন্দ্র হয় আড়াল

হাসির ঢেউয়ে ভেসে ডুবে মন আমার বেসামাল

ওরে আয় রে চলে আয় এই মনের মোহনায়

হৃদয়ের নায় তুলে নেবো আপন ঠিকানায়

ইচ্ছের হিমালয় ছুঁয়েছে আকাশ

আমাতে মিশে গেছে তোমারই সুবাস

ইচ্ছের হিমালয় ছুঁয়েছে আকাশ

আমাতে মিশে গেছে তোমারই সুবাস

গোধূলি ক্ষণে তুমি আমি মিলে

ভাসাবো প্রেমের মোহনা

ওরে আয় রে চলে আয় এই মনের মোহনায়

হৃদয়ের নায় তুলে নেবো আপন ঠিকানায়

কিভাবে বল, আর কোন কথায়, প্রকাশ করি এই আমায়

ভালোবাসি তোমায় আমি, এ কোনো মিথ্যে গল্প নয়

কিভাবে বল, আর কোন কথায়, প্রকাশ করি এই আমায়

ভালোবাসি তোমায় আমি, এ কোনো মিথ্যে গল্প নয়

ওরে আয় রে চলে আয় এই মনের মোহনায়

হৃদয়ের নায় তুলে নেবো আপন ঠিকানায়

More From Rupak Tiary/Humaira Eshika

See alllogo

You May Like