menu-iconlogo
huatong
huatong
avatar

Bhalo Beshe Sokhi Nivrite Jitone

Rupankarhuatong
mrjr18huatong
Lyrics
Recordings
মিউজিক

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো

তোমার মনের মন্দিরে।

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো

তোমার মনের মন্দিরে।

আমার পরানে যে গান বাজিছে

তাহার তালটি শিখো

তোমার চরণমঞ্জীরে।।

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো

তোমার মনের মন্দিরে।

মিউজিক

ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে

আমার মুখর পাখি

তোমার প্রাসাদপ্রাঙ্গণে।

মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো

আমার হাতের রাখী

তোমার কনককঙ্কণে।।

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো

তোমার মনের মন্দিরে।

মিউজিক

আমার লতার একটি মুকুল

ভুলিয়া তুলিয়া রেখো

তোমার অলকবন্ধনে।

আমার স্মরণ শুভ সিন্দুরে

একটি বিন্দু এঁকো

তোমার ললাটচন্দনে।

আমার মনের মোহের মাধুরী

মাখিয়া রাখিয়া দিয়ো

তোমার অঙ্গসৌরভে।

আমার আকুল জীবনমরণ

টুটিয়া লুটিয়া নিয়ো তোমার

অতুল গৌরবে।।

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে

আমার নামটি লিখো

তোমার মনের মন্দিরে।

More From Rupankar

See alllogo

You May Like