menu-iconlogo
huatong
huatong
avatar

লাল বেনারসি Lal benarosi joriye tumi je

S D Rubelhuatong
mikerfrancishuatong
Lyrics
Recordings
লাল বেনারশী জড়িয়ে তুমি যে

আমার সীমানাটা ছাড়িয়ে গেলে

লাল বেনারশী জড়িয়ে তুমি যে

আমার সীমানাটা ছাড়িয়ে গেলে

হাড়ানো দিনের মত

তুমি হাড়িয়ে গেলে

তুমি হাড়িয়ে গেলে

লাল বেনারশী জড়িয়ে তুমি যে

আমার সীমানাটা ছাড়িয়ে গেলে

কি অপরাধ ছিলো বলতো আমার

দু চোখে আধার তুমি দিলে উপহার

কি অপরাধ ছিলো বলতো আমার

দু চোখে আধার তুমি দিলে উপহার

সব শর্ত তুমি নিঠুর হাতে

সব শর্ত তুমি নিঠুর হাতে

গুড়িয়ে দিলে

হারানো দিনের মত

তুমি হাড়িয়ে গেলে

তুমি হাড়িয়ে গেলে

লাল বেনারশী জড়িয়ে তুমি যে

আমার সীমানাটা ছাড়িয়ে গেলে

কি অভিমান নিয়ে গিয়েছো চলে

সে কথা আমায় কেন গেলেনা বলে

কি অভিমান নিয়ে গিয়েছো চলে

সে কথা আমায় কেন গেলেনা বলে

সব সপ্ন তুমি নিজের পায়ে

সব সপ্ন তুমি নিজের পায়ে

মাড়িয়ে গেলে

হারানো দিনের মত

তুমি হাড়িয়ে গেলে

তুমি হাড়িয়ে গেলে

লাল বেনারশী জড়িয়ে তুমি যে

আমার সীমানাটা ছাড়িয়ে গেলে

হারানো দিনের মত

তুমি হাড়িয়ে গেলে

তুমি হাড়িয়ে গেলে

লাল বেনারশী জড়িয়ে তুমি যে

আমার সীমানাটা ছাড়িয়ে গেলে

Thanks

More From S D Rubel

See alllogo

You May Like