menu-iconlogo
huatong
huatong
avatar

Eto Choto Ei Jibone

S D Rubelhuatong
thetygerhuatong
Lyrics
Recordings
এতো ছোট এই জীবনে এতো ব্যাথা সয় না

জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর

কেউ হয় না

এতো ছোট এই জীবনে এতো ব্যাথা সয় না

জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর

কেউ হয় না

জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর

কেউ হয় না

স্বপ্নের পৃথিবী টা পুড়ে হল ছাই

প্রেম বলে এখানে তো কোন কিছু নাই

স্বপ্নের পৃথিবী টা পুড়ে হল ছাই

প্রেম বলে এখানে তো কোন কিছু নাই

বন্ধু তো অনেকেই হয়

অসময়ে কেউ পাশে রয় না

জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর

কেউ হয় না

স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়

ভালোবেসে তাই শুধু হারাবার ভয়

স্বার্থের পৃথিবীতে কেউ কারো নয়

ভালোবেসে তাই শুধু হারাবার ভয়

সমব্যথী অনেকেই হয়

আসলে তো কেউ কারো হয় না

জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর

কেউ হয় না

এতো ছোট এই জীবনে এতো ব্যাথা সয় না

জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর

কেউ হয় না

জেনে গেছি ভালোবেসে কেউ সুখী হয় আর

কেউ হয় না

More From S D Rubel

See alllogo

You May Like