menu-iconlogo
huatong
huatong
avatar

Hridoye Likhechi Tomari Naam

S I Tutul/Saminahuatong
steph.khuatong
Lyrics
Recordings
হৃদয়ে লিখেছি তোমারই নাম

হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম

ও হৃদয়ে লিখেছি তোমারই নাম

হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম

তুমি আমার অনন্ত আশা

তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাসা

এক পৃথিবী প্রেম তুমি আমার আকাশ ছোঁয়া ভালবাসা

ও এক পৃথিবী প্রেম তুমি আমার আকাশ ছোঁয়া ভালবাসা

তোমাকে চাই সকাল দুপুরে এস পায়ে বাজিয়ে নুপুর

তোমারই কাছে এলে বুঝি ভালবাসা কত যে মধুর

নিঃশ্বব্দে নিরবে মনের মাঝে তোমার কথা বাজে

নিঃশ্বব্দে নিরবে মনের মাঝে তোমারই কথাই বাজে

তুমি আমার অনন্ত আশা

তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাসা

এক পৃথিবী প্রেম তুমি আমার আকাশ ছোঁয়া ভালবাসা

ও এক পৃথিবী প্রেম তুমি আমার আকাশ ছোঁয়া ভালবাসা

যাক থেমে আজ সময় ঘড়ি দেখি তোমার রুপের লহরি

এসোনা যাই অন্য কোথাও হব দুজনে দেশান্তরি

রংধনু আবিরে রঙিন কর যখনি এ হাত ধর

রংধনু আবিরে রঙিন কর যখনি এ হাত ধর

তুমি আমার অনন্ত আশা

তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাসা

এক পৃথিবী প্রেম তুমি আমার আকাশ ছোঁয়া ভালবাসা

ও এক পৃথিবী প্রেম তুমি আমার আকাশ ছোঁয়া ভালবাসা

ও হৃদয়ে লিখেছি তোমারই নাম

হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে দিলাম

তুমি আমার অনন্ত আশা

তোমায় নিয়ে নীল স্বপ্নে ভাসা

এক পৃথিবী প্রেম তুমি আমার আকাশ ছোঁয়া ভালবাসা

ও এক পৃথিবী প্রেম তুমি আমার আকাশ ছোঁয়া ভালবাসা

More From S I Tutul/Samina

See alllogo

You May Like