থাকো তুমি সাথে জোছনা রাতে
থাকো তুমি সাথে জোছনা রাতে
আমার'ই কাছে এখানে'ই
ছায়া দিও তুমি মায়া দিও তুমি
যেও না ছেড়ে আমাকে
থাকো তুমি সাথে জোছনা রাতে
থাকো তুমি সাথে জোছনা রাতে
আমার'ই কাছে এখানে...
হারালে ও ঠিকানা কারো কাছে যাবো না
বারে বারে তোমার'ই চাইবো করুণা
হারালে ও ঠিকানা কারো কাছে যাবো না
বারে বারে তোমারই চাইবো করুণা
পারো যদি ব্যাথা দিও তবু
যেও না ছেড়ে আমাকে
থাকো তুমি সাথে জোছনা রাতে
থাকো তুমি সাথে জোছনা রাতে
আমার'ই কাছে এখানে
ভালোবাসা পেয়েছি বুকে ধরে রেখেছি
তোমার'ই ছিলাম তোমার'ই রয়েছি
ভালোবাসা পেয়েছি বুকে ধরে রেখেছি
তোমার'ই ছিলাম তোমার'ই রয়েছি
অপরূপা তুমি শতরূপা তুমি
যেও না ছেড়ে আমাকে
থাকো তুমি সাথে জোছনা রাতে
থাকো তুমি সাথে জোছনা রাতে
আমার কাছে এখানে
ছায়া দিও তুমি মায়া দিও তুমি
যেও না ছেড়ে আমাকে
থাকো তুমি সাথে জোছনা রাতে
থাকো তুমি সাথে জোছনা রাতে
আমার'ই কাছে এখানে...