menu-iconlogo
huatong
huatong
avatar

Bish Khawaiya Mairalaiti

S M Sharathuatong
boynie1huatong
Lyrics
Recordings
বিষ খাওয়াইয়া মাইরা লাইতি

তাতেই ভালো হত

আমার জীবন টাকে নষ্ট কইরা দিলি কেনো

বিষ খাওয়াইয়া মাইরা লাইতি

তাতেই ভালো হত

আমার জীবন টাকে নষ্ট কইরা দিলি কেনো

তোর বিরহে আজ আমি কান্দি অবিরত

মরার মত বাইচা আছি সবাই বলে মৃত

বিষ খাওয়াইয়া মাইরা লাইতি

তাতেই ভালো হত

আমার জীবন টাকে নষ্ট কইরা দিলি কেনো

পাথর বুকে বাইদারে তুই হইয়া গেলি পর

কেমন মারা মারলি আমায় হইলোনা কবর

পাথর বুকে বাইদারে তুই হইয়া গেলি পর

কেমন মারা মারলি আমায় হইলোনা কবর

এমন বেইমান এই দুনিয়ায় নাইরে আর জেনো

আমার জীবন টাকে নষ্ট কইরা দিলি কেনো

বিষ খাওয়াইয়া মাইরা লাইতি

তাতেই ভালো হত

আমার জীবন টাকে নষ্ট কইরা দিলি কেনো

আমায় পেয়ে বলেছিলি আমি তোর জীবন

পরের ঘরে চলে গেলি কেনোরে এখন

আমায় পেয়ে বলেছিলি আমি তোর জীবন

পরের ঘরে চলে গেলি কেনোরে এখন

এমন বেইমান এই দুনিয়ায় নাইরে আর জেনো

আমার জীবন টাকে নষ্ট কইরা দিলি কেনো

বিষ খাওয়াইয়া মাইরা লাইতি

তাতেই ভালো হত

আমার জীবন টাকে নষ্ট কইরা দিলি কেনো

তোর বিরহে আজ আমি কান্দি অবিরত

মরার মত বাইচা আছি সবাই বলে মৃত

বিষ খাওয়াইয়া মাইরা লাইতি

তাতেই ভালো হত

আমার জীবন টাকে নষ্ট কইরা দিলি কেনো

More From S M Sharat

See alllogo

You May Like