menu-iconlogo
huatong
huatong
avatar

Abar Elo Je Sondha New

Sabbirhuatong
🖤▂▂ALI▂▂🖤huatong
Lyrics
Recordings
--FAMILY..SMW--

--Music Choice EMU vai--

--Uploaded by--

🖤___ALI___🖤

চলো না ঘুরে আসি অজানাতে...

যেখানে নদী এসে থেমে গেছে

চলো না ঘুরে আসি অজানাতে...

যেখানে নদী এসে থেমে গেছে

আবা..র এলো যে সন্ধ্যা, শুধু..দু’জনে

আবা..র এলো যে সন্ধ্যা, শুধু..দু’জনে

চলো না ঘুরে আসি অজানাতে..

যেখানে নদী এসে থেমে গেছে

চলো না ঘুরে আসি অজানাতে..

যেখানে নদী এসে থেমে গেছে..

--FAMILY..SMW--

--Uploaded by--

🖤___ALI___🖤

ঝাউবনে হাওয়াগুলো খেলছে

সাঁওতালি মেয়েগুলো চলছে ;

লাল লাল শাড়ীগুলো উড়ছে

তার সাথে মন মোর দুলছে

ঐ দুর আকাশের প্রান্তে

সাত রঙা মেঘ গুলো উড়ছে

ঐ দুর আকাশের প্রান্তে

সাত রঙা মেঘ গুলো উড়ছে

চলো না ঘুরে আসি অজানাতে...

যেখানে নদী এসে থেমে গেছে

চলো না ঘুরে আসি অজানাতে...

যেখানে নদী এসে থেমে গেছে

--FAMILY..SMW--

--Uploaded by--

🖤___ALI___🖤

এই বুঝি বয়ে গেল সন্ধ্যা

ভেবে যায় কি জানি কি মনটা

পাখিগুলো নীড়ে ফিরে চলছে

গানে গানে কি যে কথা বলছে

ভাবি শুধু এখানেই থাকবো

ফিরে যেতে মন নাহি চাইছে

ভাবি শুধু এখানেই থাকবো

ফিরে যেতে মন নাহি চাইছে

চলো না ঘুরে আসি অজানাতে..

যেখানে নদী এসে থেমে গেছে

চলো না ঘুরে আসি অজানাতে..

যেখানে নদী এসে থেমে গেছে

আবা..র এলো যে সন্ধ্যা, শুধু দু’জনে

আবা..র এলো যে সন্ধ্যা, শুধু দু’জনে

চলো না ঘুরে আসি অজানাতে...

যেখানে নদী এসে থেমে গেছে

চলো না ঘুরে আসি অজানাতে...

যেখানে নদী এসে থেমে গেছে

🖤___ALI___🖤

More From Sabbir

See alllogo

You May Like