menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Nosto Mone

Sabbir Mahmudhuatong
leinbachaghuatong
Lyrics
Recordings
বিসমিল্লাহির রাহমানির রাহীম

দয়াল রে...........

ও....দয়াল রে......

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতোন বুঝা বড় দায়।

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতোন বুঝা বড় দায়।

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতো বুঝা বড় দায়।

তুমি কেউরে দিলা বিষণ সিন্দুর......

কেউরে আবার করলে বন্ধু।।।

তুমি কেউরে দিলা বিষণ সিন্দুর......

কেউরে আবার করলে বন্ধু।।।

কারো আঁখি জ্বলে ভরা

কারো আবার দারুণ খরা,,

কারো আঁখি জ্বলে ভরা

কারো আবার দারুণ খরা,,

কেমন খেলেছ তুমি এইনা দুনিয়া।।।

কেমন তুমি কিসের মতোন বুঝা বড় দায়।

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতোন বুঝা বড় দায়।

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতো বুঝা বড় দায়।

আমি তোমায় খোঁজে পাগলপারা...

একটু দয়াল দাও সারা ,,

আমি তোমার খোঁজে পাগলপারা

একটু দয়াল দাও সারা ,,

আমি প্রভু তোমার দাশী ,,

তুমি আমার সুরের বাঁশি

আমি প্রভু তোমার দাশী ,,

তুমি আমার সুরের বাঁশি

আমায় তুলে নাও বিধী তবুও প্রেমের নাউ

কেমন তুমি কিসের মতোন বুঝা বড় দায়।

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতোন বুঝা বড় দায়।

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতো বুঝা বড় দায়।

দয়াল রে..........

ও....দয়াল রে.....

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতোন বুঝা বড় দায়।

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতোন বুঝা বড় দায়।

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতো বুঝা বড় দায়।

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতো বুঝা বড় দায়।

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতো বুঝা বড় দায়।

আমার নষ্ট চোখে পষ্ট করে দেখিনা তোমায়

কেমন তুমি কিসের মতো বুঝা বড় দায়।

আল্লাহ আমার রব ,

এই রবই আমার সবব ,,

More From Sabbir Mahmud

See alllogo

You May Like