menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি কি কহিলা কানে

Sabina Yasmin/Kumar Bishwajithuatong
Md.Raton_ABS🇧🇩huatong
Lyrics
Recordings
তুমি কি কহিলা কানে

আগুন দিলা প্রানে

চলচ্চিত্রঃপ্রেমিক।

শিল্পীঃকুমার বিশ্বজিৎ/রুনা লায়লা

Md.Raton_ABS

===================

M-তুমি কি কহিলা কানে

আগুন দিলা প্রাণে

যখন তখন পোড়া এমন

তোমায় কাছে টানে

F- তুমি কি কহিলা কানে

আগুন দিলা প্রাণে

তোমার কারন হইলো মরণ

আর কি হয় কে জানে

ও আর কি হয় কে জানে

=================

Created by ABS

=================

F-তোমারে না দেখলে বন্ধু

বুকে বাড়ে জ্বালা

ও বুকে বাড়ে জ্বালা

M-হো আমারে করো না বন্ধু

তোমার গলার মালা

হো তোমার গলার মালা

F-ও তুমি আছো বুকে

স্বপ্ন হয়ে চোঁখে

তোমার কারণ হইলো মরণ

আর কি হয় কে জানে

M-তুমি কি কহিলা কানে

আগুন দিলা প্রানে

যখন-তখন পোড়া এমন

তোমায় কাছে টানে

হো তোমায় কাছে টানে

=================

Created by ABS

=================

M- ভালোবাসার পাগল বইলা

এতো কথা কইলা

হো এতো কথা কইলা

F- হো এতো দিনে তোমার কথা

সবই তো বুঝিলাম

হো সবই তো বুঝিলাম

M-হো বুঝে না অন্তর

কাটেনা প্রহর

যখন তখন পোড়া এমন

তোমায় কাছে টানে

তুমি কি কহিলা কানে

আগুন দিলা প্রাণে

যখন তখন পোড়া এমন

তোমায় কাছে টানে

F- তুমি কি কহিলা কানে

আগুন দিলা প্রানে

তোমার কারণ হইলো মরণ

আর কি হয় কে জানে

হো আর কি হয় কে জানে।

==================

More From Sabina Yasmin/Kumar Bishwajit

See alllogo

You May Like