menu-iconlogo
logo

আসিবে কি সে লগন মোর জীবনে

logo
Lyrics
আসিবে কি সে লগন মোর জীবনে

আসিবে কি সে লগন মোর জীবনে

মিলনের সাধ জাগে বন্ধু

কোন যৌবনে.তোমারি শনে..

মিলনের সাধ জাগে বন্ধু.

বুকের ভিতরে এত টুকু মন

সেই মনে চায় শুধু তোমার পরোশন ওওওও

বুকেরি ভিতরে এত টুকু মন

সেই মনে চায় শুধু তোমার পরোশন

জানিনা তা পুরনো হবে কেমনে

কপি হইতে সাবধান

জানিনা তা পুরুন হবে কেমনে

মিলনের সাধ জাগে বন্ধু.

কোন যৌবনে.তোমারি শনে

মিলনের সাধ জাগে বন্ধু.

তুমি যে আমার.কত সাধনা

সে কথা তুমি কি বুঝোনো

ও ও ও তুমি যে আমার.কত সাধনা

সে কথা তুমি.কি বুঝোনা..

দিন গুলি কেটে যায়.কত স্বপ্নে

আমার দিন গুলো কেটে যায় কত স্বপ্নে

মিলনের সাধ জাগে বন্ধু.

কোন যৌবনে.তোমারে শনে..

মিলনের সাধ জাগে বন্ধু..

হৃদয়ে আকাঁ.তোমারি ছবি

সারা বেলা তোমাকেই ভাবি

ও ও ও হৃদয়ে আকাঁ.তোমারি ছবি

সারা বেলা.তোমাকেই ভাবি

আলেয়া শুধু তোমার.নেও তা জেনে

আলেয়া শুধু তোমার.নেও তা জেনে

মিলনের সাধ জাগে বন্ধু

কোন যৌবনে তোমারি শনে..

মিলনের সাধ জাগে বন্ধু

আসবে কি সে লগন মোর জীবনে

আসবে কি সে লগন.মোর জীবন

মিলনের সাধ জাগে বন্ধু

কোন যৌবনে.তোমারি শনে

মিলনের সাধ জাগে বন্ধ

মিলনের সাধ জাগে বন্ধু

মিলনের সাধ জাগে বন্ধু

মিলনের সাধ জাগে বন্ধু..

ধন্যবাদ

আসিবে কি সে লগন মোর জীবনে by Sabina Yasmin - Lyrics & Covers