কেও তো জানেনা কখনযে কার কি হয়
কেও তো জানেনা কখনযে কার কি হয়
জীবনতো বদলায় না
শুধু বদলে যায় সময়...
কেও তো জানেনা কখনযে কার কি হয়
না ফুটিতে ফুল কলি মালি হলো পর
তবুও তো ফুল ফুটে প্রতিটি বছর
না ফুটিতে ফুল কলি মালি হলো পর
তবুও তো ফুল ফুটে প্রতিটি বছর
সমুখে দাড়ালে মনেরি আড়ালে
বিনা মেঘে সাহসায় ঝড় যেনো পাই
কেও তো জানেনা কখনযে কার কি হয়
কেও তো জানেনা কখনযে কার কি হয়
অঝরে ঝরে যাক নয়নেরো জল
তবুও তো ভেজেনা মায়েরি আঁচল
অঝরে ঝরে যাক নয়নেরো জল
তবুও তো ভেজেনা মায়েরি আঁচল
মমতার কাছে সোহাগেরও ছায়াতে
প্রতিদিন সীমাহীন সুখে যেনো রয়
কেও তো জানেনা কখনযে কার কি হয়
কেও তো জানেনা কখনযে কার কি হয়
জীবনতো বদলায় না
শুধু বদলে যায় সময়...
কেও তো জানেনা কখনযে কার কি হয়