menu-iconlogo
huatong
huatong
avatar

HQ একলা জীবন অনেক ভালো রে বন্ধু

Sad Song Ekla Jibon onek Bhalo Re Bondhuhuatong
mona1ramonahuatong
Lyrics
Recordings
শিরোনাম : একলা জীবন অনেক ভালো

Sad Song

একলা জীবন অনেক ভালো রে...বন্ধু

এখন আমি সুখেই আছি বেশ

তোরে ভালোবাসতে গিয়ে রে...বন্ধু

বদলে গেছে মনের পরিবেশ

একলা জীবন অনেক ভালো রে...বন্ধু

এখন আমি সুখেই আছি বেশ

তোরে ভালোবাসতে গিয়ে রে...বন্ধু

বদলে গেছে মনের পরিবেশ

ভালো থাকিস বন্ধুরে তুই,

সুখে থাকিস রোজ

কষ্ট করে নিস নারে আর এই অভাগার খোঁজ

ভালো থাকিস বন্ধুরে তুই,

সুখে থাকিস রোজ

কষ্ট করে নিস নারে আর এই অভাগার খোঁজ

একলা জীবন অনেক ভালো রে...বন্ধু

এখন আমি সুখেই আছি বেশ

তোরে ভালোবাসতে গিয়ে রে...বন্ধু

বদলে গেছে মনের পরিবেশ

If you like this song plz give me

Like follow me for ne t song

আদর করে ডাকতাম তোরে

বলে সোনা পাখি

হৃদপিঞ্জরে বসত ছিলো প্রেমেই মাখামাখি

সকাল দুপুর যখন তখন,

করতি ডাকাডাকি

আমিও তখন মত্ত প্রেমে,

সবই ছিল ফাঁকি

আদর করে ডাকতাম তোরে বলে সোনা পাখি

হৃদপিঞ্জরে বসত ছিল প্রেমেই মাখামাখি

সকাল দুপুর যখন তখন,

করতি ডাকাডাকি

আমিও তখন মত্ত প্রেমে,

সবই ছিল ফাঁকি

ভালো থাকিস বন্ধুরে তুই,

সুখে থাকিস রোজ

কষ্ট করে নিস নারে আর এই অভাগার খোঁজ

ভালো থাকিস বন্ধুরে তুই,

সুখে থাকিস রোজ

কষ্ট করে নিস নারে আর এই অভাগার খোঁজ

একলা জীবন অনেক ভালো রে...বন্ধু

এখন আমি সুখেই আছি বেশ

তোরে ভালোবাসতে গিয়ে রে...বন্ধু

বদলে গেছে মনের পরিবেশ

মনের ঘরে থাকতি যখন,

আদরের নাই শেষ

সেই ঘরে আজ একলা আমি এইতো আছি বেশ

ভালো আছি বন্ধু আমি,

ভাবনা করিস না

আমায় ভেবে সুখ গুলো তোর,

নষ্ট করিস না

মনের ঘরে থাকতি যখন,

আদরের নাই শেষ

সেই ঘরে আজ একলা আমি,

এইতো আছি বেশ

ভালো আছি বন্ধু আমি,

ভাবনা করিস না

আমায় ভেবে সুখ গুলো তোর,

নষ্ট করিস না

ভালো থাকিস বন্ধুরে তুই,

সুখে থাকিস রোজ

কষ্ট করে নিস নারে আর

এই অভাগার খোঁজ

ভালো থাকিস বন্ধুরে তুই,

সুখে থাকিস রোজ

কষ্ট করে নিস নারে আর এই অভাগার খোঁজ

একলা জীবন অনেক ভালো রে...বন্ধু

এখন আমি সুখেই আছি বেশ

তোরে ভালবাসতে গিয়ে রে...বন্ধু

বদলে গেছে মনের পরিবেশ

Thank,s All Friend,s

You May Like