(M)ভালবেসে,যদি হাতটা ধরো
ছেরে দেব...যে সবি।
কাছে এসে,জরিয়ে রাখ ভুলে যাব পৃথিবী।
(F)বুকের মাঝে চিনচিন করে
জাননা কি এমন পুড়ে।
এভাবে দূরে থেকনা...
তোমার মাঝে ডোবি ভাসি
নিজের থেকে আর বেশি
ভালবাসি কেন বুঝনা।
(M)ওওওওওওও,রা রা রা রা রা রা
(F)প্রেম কি ভল এমনি..
নিরবে যেয়ে গুপনে তে তারি শুধু
ভাবনা তে ঘুম হীন কাটে রজনী।
(M)প্রেম কি ভল এমনি..
নিরবে যেয়ে গুপনে তে তারি শুধু
ভাবনা তে ঘুম হীন কাটে রজনী।
(F)বুকের মাঝে চিনচিন করে
জাননা কি এমন পুড়ে।
এভাবে দূরে থেকনা...
(M)তোমার মাঝে ডোবে ভাসি
নিজের থেকে আর বেশি
ভালবাসি কেন বুঝনা
(F)কান পেথে কি শুননি..
মনের কথা আকুলতা
সবি যেন জমে আছে দেব সপে আশা চারিনি।
(M)কান পেথে কি শুননি..
মনের কথা আকুলতা
সবি যেন জমে আছে দেব সপে আশা চারিনি।
(F)বুকের মাঝে চিনচিন করে
জাননা কি এমন পুড়ে।
এভাবে দূরে থেকনা...
(M)তোমার মাঝে ডোবে ভাসি
নিজের থেকে আর বেশি
ভালবাসি কেন বুঝনা
ওওওওওওও,রা রা রা রা রা
ধন্যবাদ