ফুলের মতো নিষ্পাপ ছিলো
তোর আমার ভালোবাসা
স্বপ্ন গুলো হারিয়ে গেছে
অপূর্ণ সব আশা.
ফুলের মতো নিষ্পাপ ছিলো
তোর আমার ভালোবাসা
স্বপ্ন গুলো হারিয়ে গেছে
অপূর্ণ সব আশা..
কলিজার ঝুটি ভেঙে গেছে..
ভিঁজিয়ে চোখের পাতা
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা
আর হবে না..
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা..
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা।।
আলোর হাতছানি..
অশান্ত মন ভরে যেতো
দেখেরে ওই মুখখানি..
আমার অন্ধকারে আকাশ ছিলি
আলোর হাতছানি..
অশান্ত মন ভরে যেতো
দেখেরে ওই মুখখানি..
আগের মতো সবইতো আছে..
শুধু ভেতর ঘরটা ফাঁকা
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা
আর হবে না..
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা।।
আমার পাগল মনের শত আবদার
পূর্ণ কে করিবে..
দেরি করে ফিরলে বাড়ি
অভিমান কে করিবে
আমার পাগল মনের শত আবদার
পূর্ণ কে করিবে..
দেরি করে ফিরলে বাড়ি
অভিমান কে করিবে..
দুটি দেহ হতেই তো পারে..
একটা ছিল আত্মা
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা
আর হবে না..
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা,
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা
ফুলের মতো নিষ্পাপ ছিলো
তোর আমার ভালোবাসা
স্বপ্ন গুলো হারিয়ে গেছে
অপূর্ণ সব আশা.
ফুলের মতো নিষ্পাপ ছিলো
তোর আমার ভালোবাসা
স্বপ্ন গুলো হারিয়ে গেছে
অপূর্ণ সব আশা..
কলিজার ঝুটি ভেঙে গেছে..
ভিঁজিয়ে চোখের পাতা
জনমের ঘুম ঘুমাইলা বন্ধু
আমায় করে একা
আর হবে না..
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা..
আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা দেখা।।